আসানসোল কোর্টে অভিনয় করতে এলেন বীরভূম সাংসদ শতাব্দী রায়
পঞ্চায়েত ভোটে তৃণমূলই জয় লাভ করবে : সাংসদ শতাব্দী রায়
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলই থাকবে আসানসোলে চলচ্চিত্রের শুটিং করতে এসে জানালেন সাংসদ শতাব্দী রায় ।গত কয়েকদিন ধরেই আসানসোলের বিভিন্ন জায়গায় একটি ছবির শুটিং চলছে, রবিবার সন্ধ্যায় আসানসোল কোর্ট চত্বরে সেই ছবির শুটিং স্পটে দেখা গেল অভিনেত্রী তথা সাংসদ শতাব্দী রায় কে।




সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন আগামী পঞ্চায়েত ভোটে তৃণমূলই জয় লাভ করবে বীরভূমের সাংসদ শতাব্দী রায় শুটিং করছেন আসানসোলে অপরদিকে আসানসোল বিশেষ সংশোধনাগারে আদালতে রয়েছেন অনুব্রত মণ্ডল। এই প্রসঙ্গে তিনি বলেন আইন আইনের কথা বলবে। গুজরাট নির্বাচন প্রসঙ্গে শতাব্দী রায় বলেন আম আদমি পার্টি গুজরাটে ভালো পজিশনে রয়েছে।তবে বাংলায় একমাত্র তৃণমূলই থাকবে।