কুলটি থানার সামনে এসএফআই ও ডিওয়াইএফআইয়ের বিক্ষোভ, বেলাগাম আক্রমণ করে ,পুলিশকে হুঁশিয়ারী মীনাক্ষী মুখোপাধ্যায়ের
রক্তদান শিবিরে হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- মঙ্গলবার কুলটি কলেজে রেড ভোলেন্টিয়ার এর তরফে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল যেখানে ওই রক্তদান শিবিরে বামপন্থী ছাত্রদের উপর হামলা চালানোর ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে SFI এবং DYFI এর যৌথ উদ্যোগেমিছিল করে কুলটি থানার সামনে বিক্ষোভ দেখাল ।এদিনের মিছিল কুলটি থেকে শুরু হয়ে কুলটি থানার সামনে শেষ হয়েছে।
জানা জায় যে কুলটি কলেজে রক্তদানের সময় এসএফআই এবং টিএমসিপির মধ্যে মারামারি হয়েছিল, যাতে চারটি এসএফআই ছাত্র আহত হয়। এই ঘটনার বিরুদ্ধে সিপিআই(এম) এর তরফে কুলটি থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। এরপর আর একটিও হয়নি। একক গ্রেফতার করা হয়।যার প্রতিবাদে কুলটি থানায় ঘেরাও করে ডিওয়াই এফআই।পরে একটি প্রতিনিধি দল কুলটি থানার ইনচার্জকে স্মারকলিপি দেয়।
সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় জানান,ঘটনার সঙ্গে জড়িত একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি। তিনি বলেন যে লড়াইয়ের সময় চঞ্চল নামে এক সিপিভিএফ এসএফআই-এর সমর্থকদের হুমকি দিয়েছিল।তাছাড়া অভিযুক্ত দের বিরুদ্ধে যে কেস আছে তা তুলে নিতে আহত ছাত্রদের পরিবারকেও হুমকি দিচ্ছে তৃণমূল নেতারা। পুলিশ ও সিপিভিএফ-এর বেতন জনগণের ট্যাক্স থেকে দেওয়া হয়।তিনি বলেন, যদি অবিলম্বে গ্রেফতার না হলে এর বিরুদ্ধে লাগাতার আন্দোলন করা হবে।এদিন এই মিছিলে শতাধিক এসএফআই ও ডিওয়াইএফআই কর্মী অংশ নেন।