রানীগঞ্জ থানা ও রানীগঞ্জ ট্রাফিক গার্ড এর উদ্যোগে ট্রাফিক সচেতনতা র্যালি
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর রানীগঞ্জ থানা ও রানীগঞ্জ ট্রাফিক গার্ড এর উদ্যোগে শনিবার সকালে রানীগঞ্জের রবীন সেন স্টেডিয়াম থেকে রানীগঞ্জ বাজার এলাকার বিভিন্ন অংশে পথ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সচেতনতা র্যালির আয়োজন করা হল। যেখানে এদিন পুলিশ প্রশাসনের উচ্চ আধিকারিকদের সাথেi রানীগঞ্জের টিডিবি কলেজের এনসিসি ক্যাডেটদের পাশাপাশি সিপিভিএফ এর ছেলেরা ও রানীগঞ্জ রেফারিজ এসোসিয়েশনের সদস্যরা অংশ নেয় এই সচেতনতা র্যালিতে।
এদিনের এই র্যালিতে বিশেষভাবে লক্ষ্য করা যায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ট্রাফিক প্রদীপ মণ্ডল, রানীগঞ্জ থানার ইন্সপেক্টর সুদীপ দাশগুপ্ত, ট্রাফিক ওসি চিত্রতোষ মন্ডল, পাঞ্জাবি মোড় ফাঁড়ির আইসি মানব ঘোষ, নিমচা ফাঁড়ির আইসি রঞ্জিত বিশ্বাস, বল্লভপুর আই সি শিলাদিত্য ব্যানার্জি প্রমুখ। এদিন সকলের বিভিন্ন প্রকার ব্যানার পোস্টার নিয়ে পথ সচেতনতার কি জন্য প্রয়োজন, সে বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করেন সকলে। এদিন র্যালিতে সচেতনতামূলক গানও পরিবেশন করা হয় ট্যাবলোর মাধ্যমে।