আসানসোল জামুড়িয়ার ঘটনা, ভোটার কার্ড সহ গুরুত্বপূর্ণ নথি উদ্ধার জঙ্গল থেকে, এলাকায় চাঞ্চল্য
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানার আসানসোল পুরনিগমের ১০ নম্বর ওয়ার্ডে দু’নম্বর জাতীয় সড়কের পাশেই নিংঘা এলাকায় পুরনো অ্যারো ড্রেমের জঙ্গল বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি পড়ে থাকতে দেখা যায়। সোমবার সকালের এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নথির মধ্যে ছিলো ভোটার কার্ড বা সচিত্র পরিচয় পত্র, ড্রাইভিং লাইসেন্স ,বিভিন্ন গাড়ির ইন্সুরেন্স ছাড়াও আরো অনেক কিছু।
এই বিষয়ে স্থানীয় বাসিন্দাদের কাছে জানা যায়, এর আগেও এই এলাকায় পুরনো নথি পড়ে থাকতে দেখতে পাওয়া যায়। সেইসব নথি পুরুলিয়া জেলার ছিল। কিন্তু এদিন এখান থেকে ভোটার কার্ড বা সচিত্র পরিচয় পত্র পাওয়া গেছে তাতে পূর্ব বর্ধমানের ঠিকানা দেওয়া আছে। দশ দিনের মধ্যে পরপর দুবার বিভিন্ন নথিপত্র পড়ে থাকার ঘটনায় নানা প্রশ্ন উঠছে।
স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়ির পুলিশ ছুটে আসে। পুলিশ সেইসব উদ্ধার করে নিয়ে যায়। কোথা থেকে এই নথিপত্র এলো, কে বা কারা এই সব এখানে ফেললো তা নিয়ে তদন্তে জামুড়িয়া থানা ও শ্রীপুর ফাঁড়ির পুলিশ।