রানীগঞ্জের নন্দন কলোনি এলাকায় বাড়ির সদস্যদের অনুপস্থিতির সুযোগে চুরি
বিয়ে বাড়ির ভোজ খেতে গিয়ে ঘটল বিপত্তি
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : পাড়া শুদ্ধ বিয়ে বাড়ির ভোজ খেতে গিয়ে ঘটল বিপত্তি। চোরের দল বাড়ির সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে চুরি করল বাড়ির মূল্যবান সামগ্রী। ঘটনা প্রসঙ্গে জানা যায় শনিবার রাত্রে রানীগঞ্জের ৩৩ নম্বর ওয়ার্ডের নন্দন কলোনি এলাকায় বাড়ির সদস্যদের অনুপস্থিতির সুযোগে চুরির ঘটনাটি ঘটে। ঘটনা স্থলে গিয়ে জানা যায় বাড়ির গৃহকর্তী তাপসী দত্ত তার বাড়ির সকল সদস্যদের নিয়ে লাগোয়া এলাকার এক ম্যারেজ হলে, বিয়ে বাড়ির অনুষ্ঠানে গেছিলেন, রাত্রি সাড়ে আটটা নাগাদ।
এরপরই রাত্রি প্রায় দশটা নাগাদ তারা বাড়ি ফিরে দেখেন বাড়ির মধ্যেই ঘটেছে চুরির ঘটনা। চোরের দল প্রথমেই বাড়ির মাঝের দরজার তালা ভেঙে বাড়ির মধ্যে থাকা তিনটি লোহার আলমারি ভেঙ্গে চুরি করে প্রায় ৭ থেকে ৮ ভরি সোনার গহনা, ও নগদ প্রায় ছয় সাত হাজার টাকা। চুরির ঘটনা প্রসঙ্গে বাড়ির সদস্যরা জানান বিয়ে বাড়ি থেকে ফিরে এসেই তারা চুরির ঘটনা প্রত্যক্ষ করে হতচকিত হয়ে পড়ে। বাড়ি ঢুকেই দেখেন সমস্ত সামগ্রী লন্ডভন্ড হয়ে রয়েছে ও তাদের দাবি প্রথমেই বাড়ির দরজার তালা ভাঙার বিষয় লক্ষ্য করেই তারা চুরির ঘটনাটি ঘটেছে বলেই বুঝতে পারেন।
এরপরই তারা চুরির ঘটনার বিষয়ে জানতে পারার পরই পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সমস্ত ঘটনার তদন্ত শুরু করে। বাড়ির সদস্যদের দাবি চোরের দল পরিকল্পনা করেই এই চুরির ঘটনা সংঘটিত করেছে। তাদের দাবি বিয়ে বাড়ি যাওয়ার সুযোগকে কাজে লাগিয়ে চোরেরা পরিকল্পিত ভাবে এই চুরির ঘটনা ঘটিয়েছে। এদিনের এই চুরির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে।