ASANSOL

গ্রেফতার ডেকোরেটার্স ব্যবসায়ী, ঘটনা জানতে থানায় সমন্বয় সমিতির সদস্যরা

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়, দেব ভট্টাচার্য ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোল কম্বল কাণ্ডে গ্রেফতার করা হয়েছে এক ডেকোরেটার্স ব্যবসায়ীকে৷ আসানসোল উত্তর থানার রামকৃষ্ণ ডাঙালের বাসিন্দা ধৃত ব্যবসায়ীর নাম বিশু রজক। তাকে কেন গ্রেফতার করা হয়েছে ও তার সঙ্গে এই ঘটনার সম্পর্ক কি, তাকে কি করে মুক্ত করা যেতে পারে, এইসব বিষয় নিয়ে জানতে সোমবার সকালে আসানসোল উত্তর থানায় বিক্ষোভ দেখান পশ্চিম বর্ধমান জেলা ডেকোরেটার্স সমন্বয় সমিতির সংগঠনের সদস্যরা। তারা আসানসোলে উত্তর থানার ওসির সঙ্গে দেখা করে কথাও বলেন।


প্রসঙ্গতঃ, গত বুধবার আসানসোল পুরনিগমের ২৭ নং ওয়ার্ডে রেলপারের রামকৃষ্ণ ডাঙালে শিব চর্চা ও মেগা কম্বল বিতরণের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। এই অনুষ্ঠান আয়োজনে অন্যতন পৃষ্ঠপোষক ছিলেন স্থানীয় বিজেপি কাউন্সিলর প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারির স্ত্রী চৈতালি তেওয়ারি। এই অনুষ্ঠানে প্যান্ডেল করা সহ অন্যান্য সামগ্রী সরবরাহ করেছিলেন রামকৃষ্ণ ডাঙালের বাসিন্দা ডেকোরেটার্স ব্যবসায়ী বিশু রজক। অনুষ্ঠান থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বেরিয়ে যাওয়ার পরেই কম্বল বিতরণ নিয়ে হুড়োহুড়ি শুরু হয়। তাতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় তিনজনের। আহত হয় আরো ৬ জন। এক মৃতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে বিশু রজক সহ মোট ৬ জনকে আসানসোল উত্তর থানার পুলিশ গ্রেফতার করে। বর্তমানে তারা আট দিনের পুলিশ হেফাজত রয়েছে।


এদিন থানার ওসির সঙ্গে দেখা করার পরে পশ্চিম বর্ধমান জেলা ডেকোরেটার্স সমন্বয় সমিতির সহসভাপতি উৎপল রায়চৌধুরী বলেন, আমরা জানতে এসেছিলাম কেন একজন ডেকোরেটার্স ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে? ঐ ঘটনার সঙ্গে তার জড়িত থাকার কি আছে? সে তো একজন ব্যবসায়ী হিসাবে ঐ অনুষ্ঠানে কাজ করেছে। যেটা আমরা সবাই করে থাকি। তিনি আরো বলেন, ওসি আমাদের বলেছেন তদন্ত করা হচ্ছে। আমরাও বিষয়টি দেখছি।
প্রসঙ্গতঃ, এই ঘটনায় এলাকার ডেকোরেটার্স ব্যবসায়ীকে গ্রেফতার করায় আসানসোল উত্তর বিধান সভা ব্লকের তৃনমুল কংগ্রেসের নেতৃত্বও ক্ষুব্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *