BARABANI-SALANPUR-CHITTARANJAN

সেফটি সম্পর্কিত অনুষ্ঠানের দিনই ইসিএলের গাফিলতির অভিযোগ, খনিতে ঢুকলো ট্রাক্টর মৃত্যু খালাসির

বেঙ্গল মিরর, আসানসোল, কাজল মিত্র/রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে ইসিএলের সালানপুর এরিয়ার মোহনপুর খোলামুখ কয়লা খনিতে হুড়মুড়িয়ে চালক ও খালাসি সহ ঢুকে পড়লো ট্রাক্টর। সোমবার সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ট্রাক্টর খালাসির। মৃত খালাসির নাম নবীন টুডু(৪০)। সে বারাবনির ইটাপাড়া গ্রাম পঞ্চায়েতের পাকুড়িয়া গ্রামের বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ট্রাক্টর চালক রাজলাল মুর্মুকে। ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে আসে সালানপুর থানার পাহাড়গোড়া ক্যাম্পের পুলিশ। আসে ইসিএলের সিআইএসএফের একটি দলও। গোটা ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় মৃত খালাসির পরিবারের সদস্য ও আশপাশের এলাকার বাসিন্দারা মৃতদেহ ফেলে রেখে বিক্ষোভ দেখানো শুরু করেন। সবচেয়ে আশ্চর্যের যখন এই ঘটনা ঘটছে, সেদিন এই কয়লাখনিতে হাজার হাজার টাকা খরচ করে ” সেফটি বা নিরাপত্তা ” নিয়ে অনুষ্ঠান করা হয়েছে।


ঘটনা প্রসঙ্গে জানা যায়, এদিন সন্ধ্যা ছটা নাগাদ খালি ট্রাক্টর নিয়ে সালানপুর এরিয়ার মোহনপুর খোলামুখ খনি লাগোয়া গ্রামের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন নবীন টুডু ও রাজালাল মূর্ম। সেই সময় কোনভাবে এই দুর্ঘটনা ঘটে।
মৃত নবীন টুডুর ভাই মঙ্গল টুডু ও পরিবারের অভিযোগ, এই মোহনপুর কয়লা খনিতে সুরক্ষা বলে কিছু নেই। রাস্তার পাশে খোলামুখ খনি রয়েছে। কিন্তু সেখানে কোন গার্ড ওয়াল নেই। সামান্য তার দিয়ে ফেনশিং করা হয়েছিলো। বর্তমানে তাও নেই । রাস্তায় নেই আলো। প্রায় দিনই এই খনিতে পড়ে মৃত্যু হয় বিভিন্ন পশুর। আহত ও মৃতদের পরিবার গরীব। এবার তাদের পরিবার কি ভাবে চলবে? তাদের দাবি, নায্য বিচার ও ক্ষতি পূরণ পাওয়া না পর্যন্ত তারা মৃতদেহ খনি থেকে তুলবেন না। তাদের বক্তব্য, এই ঘটনার জন্য ইসিএলের গাফিলতি ও উদাসীনতা দায়ী।


জানা গেছে, ট্রাক্টরটি খোলামুখ খনি প্রায় ৪০ ফুট গভীরে পড়ে যায়।
পুলিশ জানায়, ইসিএলের আধিকারিকদের সঙ্গে কথা বলা হচ্ছে। এলাকায় উত্তেজনা রয়েছে।
অন্যদিকে, সালানপুর এরিয়ার কোন আধিকারিক এই ঘটনা নিয়ে কোন মন্তব্য করতে চাননি। তবে ইসিএলের এক উচ্চ পদস্থ আধিকারিক বলেন, কি ভাবে ঘটনা ঘটেছে, তা দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *