নিয়ামতপুর নিউ রোড মোড় সংলগ্ন পুকুর থেকে ব্যক্তির মৃতদেহ উদ্ধার
বেঙ্গল মিরর,কাজল মিত্র :-আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর নিউরোড মোড় সংলগ্ন একটি পুকুর থেকে একব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরেএলাকায় চাঞ্চল্য ।খবর সূত্রে যানাযায় বুধবার সকালে নিয়ামতপুর নিউরোডমোড় সংলগ্ন একটি পুকুরের মধ্যে মৃতদেহ টি ভাসতে দেখে এলাকার মানুষ।খবর দেওয়া হয় নিয়মতপুর ফাঁড়ির পুলিশ কে ঘটনাস্থলে নিয়মতপুর ফাঁড়ির পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।













মৃতদেহর পরিচয় মুরারী রাবৎ নামে ব্যক্তির বয়স আনুমানিক (৫৫)নিয়মতপুর প্রিয়া সিনেমাহল লাইনপার এলাকার বাসিন্দা বলে যানাযায় মৃতব্যক্তি দিনমুজুরের কাজ করতো বলে খবর ।
- গৌরাংডি রোডের সংস্কার নিয়ে ক্ষোভ স্থানীয় মানুষের ৫ কোটির রাস্তায় হাতের চাপেই উঠে আসছে পিচের চাকলা
- सोनाली शिविर मैदान बना असामाजिक तत्वों का अड्डा, शिकायत
- Asansol : डीआरएम कार्यालय के सामने ट्रेन मैनेजर्स का धरना प्रदर्शन
- রাজ্য সরকার নির্দেশ অমান্যের অভিযোগ, রেজিষ্ট্রেশনের নামে আটকানো হচ্ছে টোটো, সরব আইএনটিটিইউসি নেতা, বিক্ষোভ
- আসানসোল ডিআরএম অফিসে অল ইন্ডিয়া গার্ড কাউন্সিলের অবস্থান বিক্ষোভ

