আসানসোল বাজারে ভয়াবহ আগুন
ঘটনাস্থলে চেয়ারম্যান প্রস্তাবিত ডেপুটি মেয়র
বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য, আসানসোল : আসানসোল বাজারের বোম্বে গলির মুন্সিবাজারের ভেতরে অন্তত দুটি দোকানে বৃহস্পতিবার প্রায় মধ্যরাতে ভয়ংকর আগুনে ব্যাপক ক্ষতি হলো এই আগুন লাগার খবর পেয়েই প্রথমে ছুটে আসেন স্থানীয় মানুষেরা পড়ে দমকল আসে ওই ওয়ার্ডের কাউন্সিলর এবং আসানসোল পৌরসভার চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় এবং প্রস্তাবিত ডেপুটি মেয়র ওয়াসিমুল হক । আগুন না নেতা পর্যন্ত বেশ কয়েক ঘন্টা তারা সেখানে কাটান। প্রাথমিকভাবে জানা গেছে একটি বড় কাপড়ের দোকানের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দমকলের আধিকারিকরা বলছেন সম্ভবত শর্ট সার্কিট থেকে ভয়ংকর আগুন লাগে তবে যেহেতু বাজারের সামনে অধিকাংশ জায়গায় দখল থাকায় দমকলের ভেতরে যেতে এবং কাজ করতে যথেষ্ট অসুবিধা হয়েছে।




ক্ষতিগ্রস্তদের পুরসভার পক্ষ থেকে কোন সাহায্য করা যায় কিনা তা দেখা হবে বলে জানিয়েছেন ওয়াসিমুল হক। এই ঘটনায় আসানসোল বাজারের ভেতরের দিকের শত শত দোকানের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠল।
- আসানসোলে সিবিআইয়ের অভিযান, মানব পাচারের অভিযোগে দম্পতি গ্রেফতার, চাঞ্চল্য
- অবৈধভাবে পুকুর ভরাটের জেরে এলাকার বিস্তীর্ণ অংশের নালী নর্দমার জল বাড়ি ঘরে ঢুকে, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ
- Asansol RAILPAR में CBI रेड, मानव तस्करी मामले में दंपति गिरफ्तार
- রানিগঞ্জে আটক বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক, প্রতিবাদে অবস্থান বিক্ষোভ
- আসানসোলে কংগ্রেসের রাস্তা অবরোধ, বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ