BARABANI-SALANPUR-CHITTARANJAN

দুঃসাহসিক চুরির ঘটনা হিন্দুস্থান কেবলস জয়মাতাদী মন্দিরে

বেঙ্গল মিরর, কাজল মিত্র:-সালানপুর থানার হিন্দুস্থান কেবলস জলটাঙ্কি মন্দিরের দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মন্দিরের তালা ভেঙে লক্ষাধিক টাকার সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। দুষ্কৃতীরা ঠাকুরের পুজোর সমস্ত সরঞ্জাম সহ প্রণামীর বাক্সের সব টাকাও নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রূপনারায়নপুর ফাঁড়ির পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে তারা৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মত মন্দিরের রোজ সকালে মন্দির পরিষ্কার করতে আসেন এক মহিলা তিনি এসে দেখেন মায়ের মুকুট পরে রয়েছে এবং মায়ের গায়ের গহনা নাকের নত ,টিকলি,ও রূপর দুটি পাদুকা নেই এরপরেই তিনি মন্দিরের সেবায়েত সহ অন্যান্যদের ফোন করে সেকথা জানান৷খবর পেয়ে মন্দিরে এসে স্থানীয় বাসিন্দারা দেখতে পান মন্দিরের তালা ভাঙা অবস্থায় রয়েছে। তাঁদের দাবি, মন্দির থেকে চুরি গিয়েছে লক্ষাধিক টাকা মূল্যের প্রতিমার সমস্ত সোনা, রুপোর গয়না সহ অন্যান্য সরঞ্জাম।মায়ের উপরে একটি রূপর ছাতা ছিল সেটিও নিয়ে যায় দুষ্কৃতীরা৷

মন্দিরের একটি প্রণামীর বাক্সের টাকা নিয়ে যায় ।তাছারা মন্দিরে লাগানো সিসিটিভি ক্যামেরার মেমোরি বক্স টিও দুষ্কৃতীরা ভেঙে নিয়ে যায়।স্থানীয়রা জানান, মন্দিরটি বহু বছর হল কিন্তু এধরনের ঘটনা আগে ঘটেনি তবে মন্দিরের পাশের একটি দোকানে দুইবার চুরির ঘটনা ঘটেছিল৷ মন্দিরে এই প্রথম চুরির ঘটনা ঘটল বলেও জানান তাঁরা। মন্দিরে চুরির ঘটনা জানাজানি হওয়ার পর গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায় রবিবার সকালে। পুলিশ এসে খতিয়ে দেখে ঘটনাস্থল৷ মন্দির কর্তৃপক্ষের তরফে থানায় চুরির অভিযোগ জানানো হয়েছে৷ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে রূপনারায়নপুর ফাঁড়ির পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *