শিল্পাঞ্চল জুড়ে পালিত প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারি বাজপেয়ীর জন্মবার্ষিকী
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীতে রবিবার আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন প্রান্তে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। আসানসোল আদালত চত্বরে ঘড়ি মোড়ের কাছে এই উপলক্ষে হওয়া এক অনুষ্ঠানে বিজেপি নেতা শিবরাম বর্মণ, অরিজিৎ রায়, অপূর্ব হাজরা, প্রশান্ত চক্রবর্তী, উপাসনা উপাধ্যায় সহ অনেকেই উপস্থিত ছিলেন । অটল বিহারি বাজপেয়ীর ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় । এরপর আসানসোল জেলা হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয়।




বিজেপি নেতা অরিজিৎ রায় বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী যেভাবে কাজ করেছিলেন তা দেশকে এগিয়ে নিয়ে গেছে। তার পথেই হেঁটে দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার স্বপ্ন পূরণ করছেন। অন্যদিকে, প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর ৯৯ তম জন্মবার্ষিকী আসানসোল জিটি রোডের বিজেপি অফিসে উদযাপন করা হয় । এই উপলক্ষে প্রথমে তার ছবিতে মালা অর্পণ করা হয়। তারপর বিজেপি নেতারা অটল বিহারি বাজপেয়ীর আদর্শর কথা তুলে ধরেন।
- দুর্গাপুরে ফায়ার এক্সটিংগুইশার রিফিলিংয়ের সময় বিস্ফোরণ, কেঁপে উঠল এলাকা, ভাঙলো বাড়ির কাঁচ জখম এক
- এডিপিসির ১৪ তম প্রতিষ্ঠা দিবস পালন, আসানসোল শহরে ট্রাফিক গার্ডের সচেতনতামূলক র্যালি
- Road Accident : बेलबाद को-ऑपरेटिव कर्मी की मौत
- সালানপুরে ধুন্ধুমার, ক্ষতিপূরণের দাবিতে বসা অবরোধ তুলতে লাঠিচার্জ পুলিশের
- Asansol : सड़क हादसे में LIC एजेंट की मौत, रोड जाम, लाठीचार्ज