PANDESWAR-ANDAL

তৃনাঙ্কুর উৎসবে মন্দিরের পুজোতেই রক্তদান মুসলিম সম্প্রদায়ের মানুষের

বেঙ্গল মিরর,পাণ্ডবেশ্বর, সৌরদীপ্ত সেনগুপ্ত : তৃনাঙ্কুর উৎসবে হিন্দু মন্দির চত্বরে রক্ত দান করলেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন । নজির বিহীন এই ঘটনার সাক্ষী থাকলো পাণ্ডবেশ্বরবাসী । বাঁকোলা সুভাষ কলোনিতে বাকেলশ্বরী কপাল মালিকা কালী পুজো উপলক্ষে রবিবার সূচনা হয়েছে তৃনাঙ্কুর উৎসবের । উৎসবের সূচনা হয় ম্যারাথন দৌড় প্রতিযোগিতার মাধ্যমে । ৭ দিন ব্যাপী চলবে উৎসব । রয়েছে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন । সোমবার উৎসবের দ্বিতীয় দিনে রক্তদান শিবিরের আয়োজন করা হয় । বাকেলশ্বরী মন্দির চত্বরে রক্তদান শিবিরটির আয়োজন করা হয় । শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন ৫০ জন মুসলিম সম্প্রদায়ের মানুষ ।

আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকের জন্য রক্ত সংগৃহীত হয়। রক্তদান শিবিরের সূচনা করেন এলাকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী । তিনি বলেন রবিবার ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছিল মাদকদ্রব্য বর্জনের জন্য বার্তা দিতে । এদিন রক্তদান শিবিরটি হয় মানবিকতা ও সম্প্রীতির জন্য । রক্ত দেওয়ার পর শেখ নূর জামাল ,শেখ শাহাজান, চাঁদ মোহাম্মদ মিরাজ-রা জানান মানবিকতার জন্যই এই রক্তদান । তারা বলেন ধর্মগুরু নবী বলেছেন যারা অন্য ধর্মের মানুষের পাশে দাঁড়ায় তারাই আসল মুসলমান ।‌ শিবিরে রক্ত দিতে পেরে খুশি বলে জানাই তারা ।

তৃণাঙ্কুর সংস্থার সভাপতি তথা পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অনুভা চক্রবর্তী বলেন আজকের রক্তদান শিবির সম্প্রীতির নজির হয়ে থাকবে ।
ওই রক্তদান শিবিরে জেলায় রক্তদান আন্দোলনের পুরোধা প্রবীর ধর সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
পুজো উপলক্ষে সপ্তদিনব্যাপী উৎসবে উপস্থিত থাকার কথা রয়েছে পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি সুভদ্রা বাউরী, রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং সহ আরো অনেকের বলে জানান সংগঠকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *