আসানসোল শহরের অভিজাত এলাকায় বহুতলের বেআইনি নির্মাণ ভাঙ্গলো পুরনিগম
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল শহরের অন্যতন অভিজাত এলাকা বলে পরিচিত আপকার গার্ডেনে শান্তি অ্যাপার্টমেন্ট নামে একটি বহুতলের বেআইনিভাবে তৈরি স্টোররুম বুধবার ভাঙলো আসানসোল পুরনিগম কতৃপক্ষ। যা নিয়ে গোটা এলাকা ও আসানসোল শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
এই প্রসঙ্গে আসানসোল পুরনিগমের আইনি উপদেষ্টা বা লিগ্যাল এ্যাডভাইজার সুদীপ্ত ঘটক বলেন, যখন এই বহুতলটি তৈরি করা হচ্ছিল, তখন এর প্রোমোটর এই স্টোর রুমটি তৈরি করেছিলেন। এই স্টোর রুম নিয়ে, বহুতলের আবাসিকরা জানতে চেয়েছিলেন। তখন তাদের প্রোমোটরের তরফে বলা হয়েছিল এটি পরে ভেঙে ফেলা হবে। কিন্তু নির্মাণ কাজ শেষ হওয়ার পরেও এটি ভাঙা হয়নি। তখন বহুতলের আবাসিকরা আসানসোল পুরনিগমের কাছে এই নিয়ে অভিযোগ করেন। মেয়র বিধান উপাধ্যায়ের নির্দেশে তার তদন্ত হয়। পরে প্রোমোটারকে শুনানিতে ডাকা হয়েছিলো। কিন্তু তিনি, এই স্টোররুমের নকশা বা বৈধ প্ল্যান দেখাতে পারেননি। তাই এদিন বেআইনি ভাবে তৈরী হওয়া নির্মাণ ভেঙে ফেলা হলো বলে সুদীপ্তবাবু বলেন।
এই বহুতলের বাসিন্দা ডাঃ এসএসপি সিং ও স্বপন কুমার চট্টোপাধ্যায় বলেন, যখন নির্মাণ করা হচ্ছিল তখন প্রোমোটার এটিকে স্টোররুম হিসাবে ব্যবহার করার কথা বলেছিলেন। আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে বহুতল নির্মাণের পরে এটি ভেঙে ফেলা হবে। কিন্তু নির্মাণ শেষ হওয়ার পরও তা ভাঙা হয়নি।তারা আরো বলেন, পরে আমরা জানতে পারি প্রোমোটার কারোর কাছে এটি বিক্রির চেষ্টা করছেন। অনেকেই তা দেখতে এসেছেন। আমাদের মধ্যে আশংকা তৈরি হয় যে এই স্টোররুম কোন অপরাধীরা কিনে নেয় তাহলে নিরাপত্তা প্রশ্নের মুখে পড়বে। তাই আমরা মেয়রের কাছে গোটা বিষয়টি জানাই ও ভেঙে দেওয়ার আবেদন করি। দেরি হলেও, এদিন আসানসোল পুরনিগমের আধিকারিকরা উপস্থিত থেকে এটি ভেঙে ফেলায় তারা খুব খুশি।
প্রসঙ্গতঃ, ইতিমধ্যেই আসানসোল পুরনিগমের শাসক দল তৃনমুল কংগ্রেসের কাউন্সিলর জিতু সিং ও কংগ্রেসের কাউন্সিলর গোলাম সরবর একযোগে পুর এলাকায় বেআইনি নির্মাণ নিয়ে সরব হয়েছেন।
এই প্রসঙ্গে মেয়র বিধান উপাধ্যায় আগেই বলেছেন, কোথাও কোন বেআইনি নির্মাণ রাখা হবে না। অভিযোগ পেলেই তদন্ত করে কড়া পদক্ষেপ নেওয়া হবে।