আসানসোলে ইসিএলের কোলিয়ারিতে যান্ত্রিক বিভ্রাট, ২ ঘন্টা ডুলিতে আটকে ১৪ কর্মী
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ কয়লাখনিতে ডুলিতে বিপত্তি। তার জেরে খনির ভেতরে ডুলিতে আটকে পড়েন ১৪ জন কর্মী। শুক্রবার সকালের এই ঘটনায় খনি এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে ইসিএলের কুলটির সোদপুর এরিয়ার চিনাকুড়ি ১/২ নম্বর কোলিয়ারির এই ঘটনা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ইসিএলের আধিকারিক ও নিরাপত্তা রক্ষীরা পৌঁছান। দুঘণ্টা পরে সকাল সাড়ে দশটার সময় হ্যান্ড উইস বা হাতে চালিত মেশিন দিয়ে তাদের উদ্ধার করা হয়। কর্মীরা সকলেই সুস্থ রয়েছেন বলে ইসিএল সূত্রে জানানো হয়েছে ।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে নাইট শিফট বা রাতের পালিতে ইসিএলের কুলটির সোদপুর এরিয়ার চিনাকুড়ি ১/২ নং কোলিয়ারিতে কর্মীরা অন্যদিনের মতো কাজ করতে নেমেছিলেন। শুক্রবার সকালে সাড়ে আটটা নাগাদ তার মধ্যে ১৪ জন কর্মী খনি গহ্বর থেকে ডুলিতে করে উপরে উঠছিলেন। কিন্তু উপরের দিকে কিছুটা উঠার পরে সেই ডুলি বিকল হয়ে যায়। আর তাতে আটকে পড়েন ১৪ জন কর্মী। এই ঘটনা উপরে থাকা আধিকারিকদের জানানো হয়। খনি কর্মীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি খনি আধিকারিকরা ছুটে আসেন। শেষ পর্যন্ত দু’ঘন্টা পরে ম্যানুয়াল পদ্ধতিতে হাত চালিত মেশিন বা হ্যান্ড উইসের সাহায্যে কর্মীদের উপরে তোলা হয়।
আটকে পড়া ১৪ জনের মধ্যে ছিলেন মাইনিং সর্দার যোগীন্দর মাহাতো।
তিনি বলেন, ডুলি তোলার মোটরে যান্ত্রিক বিভ্রাটের কারণে এই ঘটনা ঘটেছে। ২ ঘন্টার মতো আমরা আটকে ছিলাম। তারপর আমাদের হ্যান্ড উইস দিয়ে উপরে তোলা হয়। খনি কর্মীরা সরাসরি না বললেও, তাদের মত কোলিয়ারি কতৃপক্ষের নজরদারি ও ঠিক মতো রক্ষনা বেক্ষন না করার কারণে এই ঘটনা ঘটেছে।
তবে কোলিয়ারি সূত্রে জানানো হয়েছে, মোটরে যান্ত্রিক ত্রুটির কারণে এই ঘটনা। ২ ঘন্টার মধ্যেই কর্মীদের উপরে তোলা হয়।