ASANSOL

বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাঁদনা পরব উপলক্ষে বিভিন্ন গ্রামে বস্ত্র বিতরণ করলেন বিধান উপাধ্যায়

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- আর মাত্র কয়েকটা দিন তারপরেই আদিবাসীদের বড় উৎসব বাঁধনা পরব।আর এই বাঁদনা পরব উপলক্ষে আদিবাসী ব্লকের মানুষদের হাতে বস্ত্র তুলে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেন বারাবনি ব্লক তৃণমুল কংগ্রেস। আর তাই বাঁধনা উৎসব উপলক্ষে বারাবনি ব্লক জুড়ে শুরু হয়েছে বস্ত্র বিতরন অনুষ্ঠান।এদিন বারাবনি ব্লক তৃণমূলের ব্লক সভাপতি অসিত সিং এর নেতৃত্বে ও বারাবনির বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় ও যুব নেতা মুকুল উপাধ্যায়ের নির্দেশে বারাবনি ব্লকের জমগ্রাম,কাঁপিষ্ঠা, কাঁশি ডাঙ্গা ,ভস্কাপাড়া জয়রামডাঙ্গা, মাঝিপাড়া, গ্রামে গিয়ে আদিবাসী মানুষদের হাতে শাড়ি, লুঙ্গি ,ধুতি ও শিশুদের হাতে পোশাক তুলে দেন বিধায়ক তথা আসানসোল মেয়র বিধান উপাধ্যায়।
একই সাথে উপস্থিত ছিলেন বারাবনি পঞ্চায়েত
সমিতির সভাপতি মালা বাউরি,পূজা মান্ডি, জামগ্রাম পঞ্চায়েত প্রধান কেশব রাউথ, পানুরিয়া পঞ্চায়েত প্রধান রাজেশ হাজদা উপপ্রধান বিশ্বজিৎ সিংহ সহ আরও অনেকে।



বাঁদনা পরবে নতুন পোশাক পেয়ে খুশি ওই গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। বিধায়ক বিধান উপাধ্যায় বলেন বাঁদনা পরব আদিবাসীদের কাছে বাঁদনা উৎসব একটি বিশেষ পরব। এবং তাদের বড় পরব হিসাবে পরিচিত। এই নতুন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা নতুন পোশাক পরেন।তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে দরিদ্র আদিবাসী পরিবার গুলির হাতে নতুন বস্ত্র তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
বারাবনি ব্লক তৃণমূলের সভাপতি অসিত সিংহ বলেন প্রায় সামনেই বাঁধনা পরব উৎসব আর এই বাদনা উৎসবে আদিবাসীরা নতুন পোশাক পড়ে আনন্দ উপভোগ করে আর তাই প্রতি বছরের মত এবছরেও বারাবনি ব্লকের কয়েক হাজার দরিদ্র আদিবাসী মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *