দিদির সুরক্ষা কবচের প্রচার শুরু করেন বারাবনির বিধায়ক
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-এবার দিদির সুরক্ষা কবচ নিয়ে শুক্রবার দিনভর প্রচার চালাবেন বারাবনির বিধায়ক তথা আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়। এদিন তিনি সালানপুর ব্লকের কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিয়ে কল্যাণেশ্বরী মোড়ে এক পথ সভার মাধ্যমে দিদির সুরক্ষা কবচের প্রচার শুরু করেন। যেখানে বিধায়কের সাথে উপস্থিত ছিলেন তৃণমূলের সালানপুর ব্লক সভাপতি, সহ সভাপতি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সহ আরো অনেকে।
এদিন মূলত রাজ্যের জনসাধারণের জন্যে ৭৫ টি প্রকল্প নিয়ে প্রচার চালানো হয়। যার মধ্যে সামাজিক ও মানবিক প্রকল্প হিসাবে পরিচিত ১৫ টি প্রকল্পকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কল্যাণেশ্বরীতে পথ সভা শেষে তিনি DVC লেফ্টবেঙ্ক প্রিপ্রাইমারি স্কুল পরিদর্শনে যান। এরপর পুনরায় দেন্দুয়া গ্রাম পঞ্চায়েতর অন্তর্গত পুরানডি মোড়ে তিলকা মুর্মুর মুর্তিতে মাল্যদান করেন, নাকড়াজোড়িয়া স্কুল ও স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন, এরপর মহেশপুর মোড়ে সম্বর্ধনা, রামপুরে দুপুরের আহার গ্রহন করবেন গ্রামবাসীর বাড়িতে। এরপর দুপুরে দেন্দুয়া মোড়ে পথসভা ও আসা রিসর্টে কর্মীসভা অনুষ্ঠিত হবে। সেখানেও থাকবেন বিধান উপাধ্যায়। এছাড়াও বিভিন্ন এলাকায় দিদির সুরক্ষা কবচের প্রচার চালানো হবে। তবে দিনভর প্রচার ও বৈঠক শেষে বিধায়ক সিধাবাড়ি অঞ্চলে রাত্রি যাপন করবেন দলের কর্মীর বাড়িতে বলে জানা গেছে।