ASANSOL

আসানসোল দক্ষিণা কালি মন্দিরের ২২ তম প্রতিষ্ঠা দিবসে দুদিনের অনুষ্ঠান

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের ডিপো পাড়ায় দক্ষিণা কালী মন্দিরের ২২ তম প্রাণ প্রতিষ্টা দিবস উপলক্ষে দুদিনের জন্য মন্দির প্রাঙ্গণে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রভাত ফেরির মধ্যে দিয়ে দুদিনের সেই অনুষ্ঠানের সূচনা হয়। সেই প্রভাতফেরী ডিপোপাড়া, গোপালনগর, ডাকবাংলো সহ আশপাশের এলাকা পরিক্রমা শেষে মন্দির চত্বরে এসে শেষ হয়। আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। মন্দির কমিটির সচিব মলয় মজুমদার বলেন, রীতি মেনে আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে বেনারস থেকে আনা মা লক্ষ্মীর মূর্তি মন্দির প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে। এরপর বিকেলে নর নারায়ণ সেবা করা হয়। সন্ধ্যায় মহালক্ষ্মীর প্রসাদ বিতরণ করা হয়েছে।

তিনি আরো বলেন, বুধবার সকালেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। তারমধ্যে মন্দির চত্বরে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হবে। যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা স্বাস্থ্য পরীক্ষা করবেন। এরপর দুঃস্থদের বস্ত্র বিতরণ করা হবে। বুধবার সন্ধ্যায় বিখ্যাত জাদুকর সৌম্যদেব জাদু দেখাবেন।তিনি আরো বলেন, প্রতিবছর এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হলেও গত ২ বছরে কারণে বড় পরিসরে আয়োজন করা হয়নি। তাই এই বছর আবারও জমকালো ভাবে মন্দিরের প্রতিষ্ঠা দিবস পালিত করা হচ্ছে। অন্যদের মধ্যে ছিলেন তপন বন্দোপাধ্যায়, রঞ্জিত দে সরকার, মিলি মজুমদার ও তাপস মুখোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *