ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

ইসিএলের গৌরান্ডী কয়লা খনিতে ডাম্পারে চাপা পড়ে মৃত এক

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- 17 জানুয়ারির সালানপুর এলাকায় ইসিএলের গৌরান্ডী কয়লা খনিতে দুর্ঘটনায় প্রদীপ বাউরি (৫৩) নামে
এক ডাম্পার অপারেটর মারা যায়।ঘটনাটি নিয়ে কোলিয়ারি জেসিসি সদস্যরা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন এবং মৃতের বড় ছেলেকে অবিলম্বে পুনর্বহাল করেন। সূত্র অনুসারে জানাজায়, প্রদীপ বাউরি গৌরান্ডী কোলিয়ারিতে ডাম্পার অপারেটর হিসেবে কাজ করছিলেন,কাজ থেকে বারি ফিরছিলেন ঠিক সেই সময় একটি ৬০ টন কয়লা বোঝাই ডাম্পার কয়লা খনি থেকে ওপরের দিকে যাচ্ছিল, এসময় ডাম্পারটি
হটাৎ করে পেছনের দিকে যেতে থাকে যার ফলে গাড়ির পেছনে থাকা প্রদীপ বাউরি গাড়ির চাকার তলায় চলে আসে ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


আলোর অভাবে ডাম্পার চালক কিছুই দেখতে পাননি।স্থানীয়রা জানান কয়লা খনিতে নিরাপত্তার বড় অভাব,নতুন বছরে দুর্ঘটনা শুরু হয়।
ঘটনার তদন্ত চলছে- ঘটনার বিষয়ে ডিজিএমএস ও ইসিএল-এর সেফটি ডিপার্টমেন্টের টিম ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখছে।তবে কীভাবে এত বড় ঘটনা ঘটল তা তদন্তের পরই জানা যাবে।

ইসিএলের জেনারেল ম্যানেজার সেফটি এন.কে. সাহা বলেন,নতুন মনে হচ্ছিল নতুন বছর নিরাপদে কেটে যাবে, কিন্তু নতুন বছরের প্রথম মাসেই এ ধরনের ঘটনা ঘটেছে, যা ইসিএলের জন্য খুবই দুঃখজনক। ঘটনাস্থলে পৌঁছেছেন কর্মকর্তা-কর্মচারীরা ঘটনার খবর পেয়ে কোলিয়ারি এজেন্ট জিতেন্দ্র প্রসাদ সিং এসে মহাব্যবস্থাপক ওয়াইপিকে সিংকে খবর দেন।মহাব্যবস্থাপক তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছান, তার পরে এরিয়া পার্সোনেল ম্যানেজার শ্যামল চক্রবর্তী।ঘটনার পর পুলিশের একটি দল পাঠানো হয়। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত শ্রমিক ও কর্মচারীদের সহায়তায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।জেনারেল ম্যানেজার ওয়াইপিকে সিং বলেন যে দুর্ঘটনার তদন্ত করা হবে,যদিও মৃত কর্মচারীর পরিবারকে নিয়ম অনুযায়ী সহায়তা দেওয়া হয়েছে এবং তার নির্ভরশীলকে কোম্পানির নিয়ম অনুযায়ী চাকরি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *