Meet Your Officer : আগামীকাল থানায় দেখা করবেন CP, DC, ACP
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : মঙ্গলবার
আসানসোল – দুর্গাপুর পুলিশ দুর্গাপুর পুলিশের পক্ষ থেকে শুরু হওয়া “Meet Your Officer” এর অধীনে জনসাধারণের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করতে পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তম সহ বিভিন্ন থানায় ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকরা বসবেন।
এদিন দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নির্ধারিত থানায় পুলিশ আধিকারিকরা উপস্থিত থাকবেন। যে কোন মানুষ এই দিনে তাদের সমস্যা বা সমস্যা নিয়ে আধিকারিকদের সাথে দেখা করতে পারবেন।
পুলিশ বিভাগের জারি করা তালিকা অনুযায়ী, পুলিশ কমিশনার কাঁকসা থানায়, ডিসিপি সেন্ট্রাল ড: কুলদীপ এসএস রানিগঞ্জ থানায়, ডিসিপি পশ্চিম অভিষেক মোদি হীরাপুর থানায়, এসিপি কুলটি কল্যাণেশ্বরী ফাঁড়িতে, এসিপি সেন্ট্রাল ওয়ান জাহাঙ্গিরী মহল্লা ফাঁড়িতে, এসিপি অন্ডাল বনবহাল ফাঁড়িতে এবং বুদবুদ থানায় এসিপি কাঁকসা উপস্থিত থাকবেন। ওই সময় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত ওসি সহ থানার ভারপ্রাপ্ত আধিকারিকরা
উপস্থিত থাকবেন। পুলিশ কমিশনারের উদ্যোগে গত বছরের জুনে প্রথমবার এই Meet Your Officer শুরু হয়।
- স্বর্গীয় মানিক উপাধ্যায়ের স্মৃতিতে বিভিন্ন অনুষ্ঠান
- আসানসোলে জাতীয় সড়কে উলটানো চারচাকা গাড়ি, অল্পের জন্যে রক্ষা চালক ও যাত্রীর
- ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত পরিযায়ী শ্রমিক, খুনের অভিযোগে দেহ আটকে বিক্ষোভ পরিবারের,
- ট্রাক্টরের ধাক্কায় মহিলার মৃত্যু! উত্তেজনা
- Asansol मार्बल एंड हार्डवेयर एसोसिएशन द्वारा मिलन समारोह का आयोजन