পুলিশ চেকপোস্টে হামলা ঘটনায় তিনজনকে গ্রেপ্তার
বেঙ্গল মিরর, কাজল মিত্র : সোমবার সন্ধ্যায় পথ দুর্ঘটনা কে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল বাংলা ঝারখন্ড সীমান্তে ডুবুরডি চেকপোস্টে। পুলিশ চেকপোস্টে হামলা চালানো থেকে শুরু করে পুলিশের একটি টহলদারি ভ্যান ও বেশ কয়েকটি মোটরসাইকেলকে ভাঙচুর করেছিল উত্তেজিত জনতা। পুলিশ ঘটনা সম্পর্কে কোন কিছু না জানাতে চাইলেও এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে কুলটি থানার পুলিশ।




গতকালই ঘটনাস্থল থেকে ওই তিনজনকে আটক করা হয়েছিল। পরে জিজ্ঞাসাবাদ করার পর তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বাড়ি নাম সুবোধ বাউরী সন্দীপ তুরী এবং রাজকুমার আগারওয়াল। ধৃত সুবোধ বাউরির বাড়ি কুলটির রামনগর এলাকায়, সন্দ্বীপ তুরি ঝাড়খন্ডের গিরিডি এবং রাজকুমার আগরওয়াল ঝাড়খন্ড চিরকুন্ডার বাসিন্দা বলে যানাযায় । এই তিনজনকে কুলটি থানা থেকে আজ আসানসোল আদালতে তোলা হয়।
- কাজ শেষ হওয়ার পরও খনির নিচে কর্মীদের আটকে রাখার অভিযোগ ম্যানেজারের বিরুদ্ধে
- अवकाश प्राप्त ईसीएल कर्मी सम्मानित, घर में भी भव्य स्वागत
- Changes From 1st july 2025 : पैन कार्ड, रेलवे, बैंकिंग, गैस सिलेंडर और क्रेडिट कार्ड नियमों में बदलाव
- कम उम्र में ही दिल की बीमारियां और हार्ट अटैक के कारण अस्वास्थ्यकर जीवनशैली : डॉ. अनुराग गुप्ता
- বার্নপুরে যুব কংগ্রেসের ” হল্লা বোল ” কর্মসূচি, স্থানীয়দের চাকরি সহ ৫ দফা দাবিতে সেল আইএসপির ডিআইসিকে স্মারকলিপি