চৌরঙ্গি ফাঁড়ির আধিকারিক আলোকেশ ব্যানার্জী কে বদলি করা হলো EB ADPC তে
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির আধিকারিক আলোকেশ ব্যানার্জী কে বদলি করা হলো EB ADPC তে।আলোকেশ বাবু চৌরঙ্গি ফাঁড়ির আধিকারিক হয়ে আসার পর থেকেই এলাকায় অপরাধ দমন সহ এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সক্রিয় ভূমিকা গ্রহণ করেন এবং সাধারণ মানুষ অভিযোগ ও অসুবিধা জানাতে এলে যথাযত ভাবে ভালো ব্যবহার করা সহ এলাকার যে কোনো ঘটনাতে তিনি স্বশরীরে উপস্থিত থাকতেন।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2023/01/IMG-20230128-WA0004-500x498.jpg)
তিনি মৃতদেহ উদ্ধার হোক বা পথদুর্ঘটনা, নিজে উপস্থিত থেকে ঘটনার তদন্ত করতেন।বর্তমানে চৌরাঙ্গি পুলিশ ফাঁড়ির নতুন আধিকারিক শীতল নাগ!একই সাথে কুলটি ট্রাফিকগার্ড আধিকারিক ইমতিয়াজুল হক কেও বদলি করা হয় তার পরিবর্তে কুলটি ট্রাফিক গার্ডের নতুন আধিকারিক শুভেন্দুচ্যাটার্জী।শুক্রুবার এই বদলির নির্দেশ জারি হয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষথেকে যেখানে মোট ১৯জন সাবইন্সপেক্টর, এবং একজন ASI তবে এই বদলি পুলিশের রুটিং বদলি বলে মনে করা হচ্ছে।