রানিগঞ্জ থানার পক্ষ থেকে সম্প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : রবিবার রাণীগঞ্জ আর জামুরিয়া থানার মধ্যে হয়ে গেল হাড্ডা হাড্ডি লড়াই। একেবারে টানটান উত্তেজনা ছিল দুই থানার সকল অফিসারদের মধ্যে। রবিন সেন স্টেডিয়ামে এই নিয়ে ব্যাপক হইচই লক্ষ্য করা গেল প্রায় দু’ঘণ্টা ধরে। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা এসে পৌঁছন স্টেডিয়ামে। একেবারে রণক্ষেত্র হয়ে ওঠে রবিন সেন স্টেডিয়াম।আর হইচই চলতে থাকে স্টেডিয়ামের ভেতরেই। না, এটা কোন মারপিটের দৃশ্য নয়, ক্রিকেট খেলার ময়দানে এমনই টানটান উত্তেজনা লক্ষ্য করা গেল রবিন সেন স্টেডিয়ামে।
রবিবার রানিগঞ্জ থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটি সম্প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। যেখানে ১২ ওভারের এই খেলায় টসে জিতে রানীগঞ্জ থানা ফিল্ডিং করা সিদ্ধান্ত নেয়। আর এই প্রথমেই ব্যাট করতে সুযোগ পেয়ে জামুরিয়া থানার পুলিশ নির্ধারিত বারো ওভারে পাঁচ উইকেট খুঁইয়ে ১১৯ রান সংগ্রহ করে। আর জবাবে ব্যাট করতে নেমে রানীগঞ্জ থানার পুলিশ ১০ ওভার তিন বলে ১২২ রান কোরে আট উইকেট খুইয়ে তাদের লক্ষ্যমাত্রা পূরণ করে। উল্লেখ্য এদিনের এই ক্রিকেটে হাতের একটি আঙ্গুল ভাঙ্গা অবস্থাতেই ব্যাট করতে নেমে যান রানীগঞ্জ থানার ইন্সপেক্টর সুদীপ দাশগুপ্ত, তিনি এদিন ন নাম্বার খেলোয়ার হিসেবে খেলতে নেমে চার রান সংগ্রহ করে। সেখানেই জামুড়িয়ার দলের খেলোয়াড় হিসেবে বলিং ও ব্যাটিং করে ডিসিপি সেন্ট্রাল সুরেশ কুলদীপ সোনওয়ানে পাঁচটি ছয় ও দুটি চার মেরে ৪১ রান সংগ্রহ করে। যদিও এ সি পি সেন্ট্রাল টু রানীগঞ্জ থানার পক্ষ থেকে খেলতে নেমে পাঁচ বলে একটি চার ও এক রান করে ক্যাচ আউট হয়ে যান।
এদিনের এই খেলায় সেরা খেলোয়াড় হয় রানীগঞ্জ থানার সিভিক ভলেন্টিয়ার সৌরভ দাস। সে সাতটি ছয় ও দুটি চার মেরে পঞ্চাশ রান সংগ্রহ করে। টানটান উত্তেজনাময় এই খেলায় শুধুমাত্র নো বলের বহরে পরাজিত হতে দেখা যায় জামুরিয়া দলের খেলোয়ারদের। ১৭টি নো বল করে জামুরিয়া থানার ক্রিকেট দল।
- Asansol : आंदोलन के दौरान टीएमसी और कांग्रेस नेता में टकराव
- Maithon Picnic Spot Welcome Gate समेत विभिन्न योजनाओं का उद्घाटन
- মাইথন পিকনিক স্পটের স্বাগতম গেট সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়
- ” मेरे पापा !..श्रेया सुमन “
- Raniganj Master Plan पैकेज में होगा बदलाव, पीएचई काटेगा अवैध कनेक्शन