মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে করতে জেলাশাসক সহ আধিকারিকদের সঙ্গে বৈঠকে পর্ষদ সভাপতি
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও দেব ভট্টাচার্যঃ আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে গোটা রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলায় মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। এবার কোন পরীক্ষা কেন্দ্রে সিপিভিএফ বা সিভিক ভলেন্টিয়ার ও কমিউনিটি পুলিশ থাকতে পারবেনা । গত বছর পর্যন্ত সব পরীক্ষা কেন্দ্রেই এদেরকে নিয়োগ করা হত। একই সঙ্গে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভির ব্যবস্থা করতে হবে। প্রত্যেকটি কেন্দ্রে আলাদা করে এবার স্বাস্থ্য কর্মীদেরও রাখতে বলা হয়েছে।













সর্বোপরি অভিভাবকরা পরীক্ষার প্রথম দিনে ছাত্র-ছাত্রীদের সঙ্গে স্কুলের ভেতরে ঢোকার যে সুযোগ এতদিন ধরে পেয়েছেন এবার থেকে তাও বন্ধ করা হয়েছে ।
মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ মঙ্গলবার আসানসোলে জেলাশাসকের কার্যালয়ে জেলা শিক্ষা দপ্তরের আধিকারিক, জেলাশাসক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক সঙ্গে দুটি পর্যায়ে বৈঠক করেন।পরে এইসব সিদ্ধান্তের কথা জানিয়েছেন পশ্চিম বর্ধমান জেলার দায়িত্বে থাকা মাধ্যমিক পরীক্ষা কমিটির অন্যতম শিক্ষক রাজীব মুখোপাধ্যায়। তিনি বলেন, এই জেলায় এবছর আসানসোল মহকুমা থেকে ১৩,৪১২হাজার জন ও দুর্গাপুর মহকুমা থেকে ৯,২৬১ জন পরীক্ষার্থী সহ রাজ্যে প্রায় ৮ লক্ষ পরীক্ষার্থী এবার মাধ্যমিক পরীক্ষা দেবেন।
- TMC द्वारा छठ के मौके पर साड़ी वितरण, दो मंत्रियों की उपस्थिति
- আদিবাসী মহিলাকে ধর্ষণের অভিযোগ, পাকড়াও যুবক, অভিযুক্তকে গণধোলাই
- WBP IPS अधिकारियों के तबादले संदीप कर्रा को SP, कूच बिहार, ADPC में लौटे एस एस कुलदीप
- Bengal Mirror Shyama Samman 2025 : सर्वश्रेष्ठ कालीपूजा आयोजकों को पुरस्कार
- Asansol : 350 करोड़ का फर्जीवाड़ा Suvendu ने की ED, जांच गिरफ्तारी की मांग





