এইচডিএফসি ব্যাঙ্কের আরো একটি শাখা চালু শহরে, উদ্বোধনে মেয়র
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের হটন রোডে অচলাবালা লেন মোড়ের বহুতলে এইচডিএফসি ব্যাঙ্কের নতুন শাখা চালু হলো বুধবার। এদিন সকালে প্রথমে ফিতে কেটে ও পরে প্রদীপ জ্বালিয়ে এই শাখার উদ্বোধন করেন আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়। ছিলেন আসানসোল পুরনিগমের দুই কাউন্সিলর শিখা ঘটক ও শিবানন্দ বাউরি, আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক বিনোদ গুপ্তা এবং ব্যাঙ্কের শাখা ম্যানেজার সহ অন্যান্যরা।




বেসরকারি ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, হটন রোডের শাখাটি আসানসোল শহরের তৃতীয়। আগে থেকেই আরো দুটি শাখা শহরে রয়েছে। নতুন আরো একটি শাখা চালু হওয়ায় পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা এই বেসরকারি ব্যাঙ্কের শাখার সংখ্যা বেড়ে হলো ২৭। গোটা রাজ্যে শাখার সংখ্যা এই মুহুর্তে ২৯০ টি হলো। আরো বলা হয়েছে, নতুন এই শাখায় সবধরনের আধুনিক বা মডার্ন ব্যবস্থা রাখা হয়েছে। গ্রাহকরা এই শাখা থেকে সবধরনের সুবিধা পাবেন। নতুন এই শাখায় ম্যানেজার হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে মিলি ভট্টাচার্যকে। দুই বর্ধমান জেলায় এই প্রথম কোন শাখায় মহিলা ম্যানেজার দায়িত্ব পেয়েছেন।
- Changes From 1st july 2025 : पैन कार्ड, रेलवे, बैंकिंग, गैस सिलेंडर और क्रेडिट कार्ड नियमों में बदलाव
- कम उम्र में ही दिल की बीमारियां और हार्ट अटैक के कारण अस्वास्थ्यकर जीवनशैली : डॉ. अनुराग गुप्ता
- বার্নপুরে যুব কংগ্রেসের ” হল্লা বোল ” কর্মসূচি, স্থানীয়দের চাকরি সহ ৫ দফা দাবিতে সেল আইএসপির ডিআইসিকে স্মারকলিপি
- Godrej Interio का नया शोरूम आसनसोल के मुर्गासाल में
- চাকরি থেকে অবসর নিলেন আসানসোল পুরনিগমের অফিস সুপারিন্টেন্ডেন্ট, সম্বর্ধনা অনুষ্ঠান