রানিগঞ্জের দীর্ঘদিনের দাবি পূরণ, বাইপাস তৈরিতে কেন্দ্র সরকারের অনুমোদন ৪১০ কোটি
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও দেব ভট্টাচার্যঃ ( Asansol Raniganj News ) পশ্চিম বর্ধমান জেলার অন্যতম পুরনো শহর রানিগঞ্জের একটা অন্যতম প্রধান সমস্যা ছিলো যানজট। আর এই যানজটের কারণে রানিগঞ্জ শহরের মানুষদের কার্যত নাভিশ্বাস উঠছিলো। তাদের দীর্ঘদিনের দাবি ছিলো এই যানজট থেকে মুক্তি দিতে বাইপাস করা হোক। একই দাবি ছিলো দক্ষিণবঙ্গের অন্যতম বনিকসভা ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা ফসবেকি, রানিগঞ্জ চেম্বার অফ কমার্স, সিটিজেন ফোরাম সহ একাধিক সংগঠনের।
শেষ পর্যন্ত রানিগঞ্জ শহরের মানুষদের সেই দাবি পূরণ হতে চলেছে।
কেন্দ্রীয় সরকার রানিগঞ্জের এই বাইপাস বা জাতীয় সড়কের জন্য ৪১০ কোটি টাকা মঞ্জুর করেছে। শনিবার এই অনুমোদনের কথা টুইট করে জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি। এই বাইপাস ফোর লেনের হবে রানিগঞ্জের সাহেবগঞ্জ থেকে মঙ্গলপুর পর্যন্ত। সবমিলিয়ে রাস্তার পরিমান ৫ কিলোমিটারের কিছু বেশি।
এর জন্য ফসবেকির সভাপতি আরপি খৈতান কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিন তিনি বলেন, আমি ঐ টুইট দেখেছি। পাশাপাশি মন্ত্রীর দপ্তর থেকেও আমাদেরকে এই টাকা অনুমোদনের কথা জানানো হয়েছে। আমরা কিছুদিন আগেই কলকাতায় গিয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীর সঙ্গে দেখা করে, এই বাইপাসের কথা বলেছিলাম। এটা শুধু বনিকসভা বা সংগঠনের দাবি ছিলো না। এটা গোটা রানিগঞ্জ শহরের মানুষদের গলার আওয়াজ ছিলো। রানিগঞ্জ শহরের যানজট মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিলো। শহরের ব্যবসায়ী থেকে ছোট বড় সব দোকানদারদের সমস্যা হচ্ছিলো। আমরা চাই দ্রুত এর কাজ শুরু করা হোক। যাতে তাড়াতাড়ি মানুষেরা যানজটের দুর্ভোগ ও যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারেন।
কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীর টুইট রিটুইট করে শনিবারই তাকে ধন্যবাদ জানিয়েছেন আসানসোল দক্ষিণ বিধান সভার বিজেপি বিধায়ক তথা রাজ্য সম্পাদক অগ্নিমিত্রা পাল। এদিন তিনি বলেন, এটা খুব আনন্দের খবর। আমি টুইট দেখার পরে মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেছিলাম। এই রাস্তার পাশের মানুষদের পুনর্বাসনও দেওয়া হবে। তারা জমি বাড়ির দামও পাবেন। তিনি বলেন, এর থেকে প্রমাণিত হলো যে কেন্দ্র সরকার সাধারণ মানুষের কথা ভাবে।
তবে এরপরেও এই শঙ্কা প্রকাশ করেছে রাজ্যের শাসক দলের নেতৃত্ব। রানিগঞ্জের বিধায়ক তথা আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায় বলেন, টুইট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। সামনে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। সেই দিকে তাকিয়ে এটা করা হয়নি তো? তাই আগে কাজ তো শুরু হোক। তারপর বোঝা যাবে।
প্রসঙ্গতঃ, বাঁকুড়া জেলার মেজিয়া ৬০ নং জাতীয় সড়ক রানিগঞ্জ শহরের মধ্যে দিয়ে ২ নং জাতীয় সড়কে এসে মিশেছে। তারপর তা পাঞ্জাবি মোড় হয়ে বীরভূমের দিকে গেছে। রানিগঞ্জ শহরের মধ্যে দিয়ে এই জাতীয় সড়ক দিয়ে বিভিন্ন রাজ্য ও জেলার বড় বড় গাড়ি যাতায়াত করতো। এরফলে রানিগঞ্জ শহরে সবসময় যানজট লেগেই থাকতো। বড় বড় গাড়ি যাওয়ার পাশাপাশি এলাকার বাস, মিনিবাস ছোট, মাঝারি দুচাকা ও চারচাকা গাড়িতো ছিলোই। যানজটের কারণে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ, সবার সমস্যা হচ্ছিলো। সেই কারণেই দীর্ঘদিন ধরে সাহেবগঞ্জ থেকে একটা বাইপাস করার দাবি উঠছিলো। বিভিন্ন সংগঠন আন্দোলন করার পাশাপাশি অনেক জায়গায় দরবারও করেছিলো।
- डीएवी मॉडल स्कूल आसनसोल का वार्षिक उत्सव
- আসানসোলে আবর্জনা পরিষ্কার করাকে কেন্দ্র করে উত্তেজনা, পুলিশের সামনেই তৃণমূল কাউন্সিলারের সঙ্গে কংগ্রেস নেতার বচসা, ধাক্কাধাক্কি
- Asansol : आंदोलन के दौरान टीएमसी और कांग्रेस नेता में टकराव
- Maithon Picnic Spot Welcome Gate समेत विभिन्न योजनाओं का उद्घाटन
- মাইথন পিকনিক স্পটের স্বাগতম গেট সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়