ASANSOLASANSOL-BURNPUR

আসানসোল ও হিরাপুরে দুটি পৃথক ঘটনা, বাড়ি থেকে উদ্ধার এক নাবালিকা সহ দুজনের ঝুলন্ত দেহ

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল ও হিরাপুর থানা এলাকায় দুটি পৃথক ঘটনায় বাড়ি থেকে গলায় দড়ি দেওয়া এক নাবালিকা সহ দুজনের ঝুলন্ত দেহ উদ্ধার করা হলো। সোমবার রাত ও মঙ্গলবার দুপুরের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃতরা হলো আসানসোল দক্ষিণ থানার বার্ণপুর রোডের কোর্ট মোড় এলাকার বিজয় কুমার দত্ত (৪৫) ও উষাগ্রামের খৃষ্টান পাড়ার মায়া রানা (১৪)। এদিন দুপুরে আসানসোল জেলা হাসপাতালের দুটি মৃতদেহর ময়নাতদন্ত হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, আসানসোলের বার্ণপুর রোডের কোর্ট মোড় এলাকার বাসিন্দা বিজয় কুমার দত্ত হিরাপুর থানার বার্ণপুরে নিচুপাড়ায় কালি মন্দির সংলগ্ন এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। সোমবার রাতে বাড়ির লোকেরা তাকে সিলিং ফ্যানের হুকে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।


অন্যদিকে, মঙ্গলবার দুপুরে উষাগ্রামের খৃষ্টান পাড়ায় বাড়িতে সিলিংয়ে লোহার পাইপে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগালো ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় নাবালিকা মায়া রানাকে। সঙ্গে সঙ্গে তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে, বেশ কয়েক মাস হলো মায়া রানা পড়াশোনা ছেড়ে বাড়িতেই থাকছিলো। বাবামায়ের সঙ্গে বেশি কথা বলতো না। সবসময় চুপ করে থাকতো। এদিন সকালে অন্যদিনের মতো মায়া রানার বাবা ও মা কাজে চলে যান। দুপুর একটা নাগাদ তারা বাড়ি ফিরে দেখেন মেয়ে ঝুলছে। তাদের চিৎকারে আশপাশের লোকেরা দৌড়ে আসেন। দুটি ঘটনার ক্ষেত্রেই প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, মানসিক অবসাদের কারণেই দুজনেই আত্মঘাতী হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *