অনুব্রত মন্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার অনুমতি দিলো সিবিআইয়ের বিশেষ আদালত
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়ঃ তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকে আপাতত দিল্লি নিয়ে যেতে আর কোনও বাধা রইল না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির কাছে। বৃহস্পতিবার তাকে দিল্লি নিয়ে যাওয়ায় সবুজ সঙ্কেত দিল আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালত। ইডির কাছ থেকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের নির্দেশ পাওয়ার পরে সিবিআইয়ের বিশেষ আদালতে একটি আবেদন করেছিল আসানসোল জেল বা বিশেষ সংশোধনাগার কতৃপক্ষ । সেই আবেদনের ভিত্তিতে সায় দিয়েছেন বিচারক রাজেশ চক্রবর্তী । আদালত সূত্রে জানা গেছে, সিবিআইয়ের বিশেষ আদালতের সেই রায়ের কপি বৃহস্পতিবার দুপুরেই পৌঁছে গেছে আসানসোল সংশোধনাগার বা জেল কতৃপক্ষের কাছে।



দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে চলা ইডির মামলার বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে পাল্টা মামলা করেছিলেন অনুব্রত মন্ডল । তার শুনানি রয়েছে আগামী ১৭ মার্চ। এর মধ্যেই অনুব্রতকে দিল্লিতে হাজির করানোর জন্য মঙ্গলবার আরও একটি শমন জারি করে রাউস অ্যাভিনিউ আদালত। সেই নির্দেশ বুধবারই আসানসোল বিশেষ সংশোধনাগার বা জেলে মেল করপ পাঠায় ইডি। এর পরই বৃহস্পতিবার অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার অনুমতি চেয়ে সিবিআইয়ের আদালতে আবেদন করেন সংশোধনাগার কর্তৃপক্ষ। সেই অনুমতি মিলেছে বলে সিবিআইয়ের বিশেষ আদালত সূত্রে জানা গেছে । গরু পাচার মামলায় যৌথ ভাবে তদন্ত চালাচ্ছে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডি। ঐ মামলায় আগেই গ্রেফতার করা হয়েছিলো অন্যতম অভিযুক্ত তথা অনুব্রতের এক সময়ের দেহরক্ষী রাজ্য পুলিশের কনস্টেবল সায়গল হোসেন। সায়গল আপাততঃ দিল্লির তিহার জেলে রয়েছে।
সেই গরু পাচার মামলায় অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। এর আগে, গত বছরের শেষ দিকে তাদেরকে সেই আবেদনে সায়ও দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। কিন্তু তখন ঠিক একদিন আগেই পুরনো একটি মামলায় বীরভূমের দুবরাজপুর থানা পুলিশ ঐ জেলায় নিয়ে চলে যায়। তৃণমূলের বীরভূম জেলা সভাপতির বিরুদ্ধে বীরভূমের বালিজুড়ি পঞ্চায়েতের মেজে গ্রামের বাসিন্দা শিবঠাকুর মণ্ডল অভিযোগ করেন, ২০২১ সালে অনুব্রত তাঁকে গলা টিপে খুন করার চেষ্টা করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে ঐ মামলায় অনুব্রতকে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক। অনুব্রত মন্ডল ছিলেন দুবরাজপুর থানায়। তারজন্য সেই যাত্রায় থমকে যায় অনুব্রতের দিল্লি যাওয়া।
সূত্র থেকে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে শুক্রবার অনুব্রত মন্ডল দিল্লি যাবেন। তবে ইডি চেষ্টা করছে বৃহস্পতিবারই কোনভাবে যদি তাকে আসানসোল দিল্লি নিয়ে যাওয়া যায় কিনা।
প্রসঙ্গতঃ, শুক্রবার আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতে গরু পাচার মামলায় অনুব্রত মন্ডলের হাজিরা দেওয়ার নির্দিষ্ট দিন রয়েছে।
- আসানসোল ইএসআই হাসপাতালে মেডিক্যাল কলেজ তৈরির অনুমোদন ইএসআইসির
- উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়, দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে ও সাহায্যের আবেদন কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের
- চিত্তরঞ্জনে গুলিবিদ্ধ হয়ে রেলকর্মীর মৃত্যুতে উঠছে নানা প্রশ্ন, মিললো সুইসাইড নোট
- ” ভুতের গ্রামে” কোজাগরী লক্ষী পুজোর আয়োজন, বছরের এই সময়ে ফিরে আসেন সবাই
- আসানসোল স্টেশনে ব্যক্তিগত লাগেজের ওজন পরীক্ষা অভিযান শুরু