আসানসোল রেলপার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে পুলিশ ও দমকল, ছড়াল আতঙ্ক
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত: আসানসোল রেলপার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ছড়াল আতঙ্ক। আসানসোল উত্তর থানার অন্তর্গত ওকে রোড সিমুলিয়া তালাও এলাকায় একটি আবর্জনার ( Scrap Godown) গুদামে আগুন লাগে। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং সাধারণ মানুষকে সেখান থেকে সরিয়ে দেয়। দমকলের ৩ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ডেপুটি মেয়র ওয়াসিম-উল-হক।তিনি বলেন, স্থানীয় মানুষ, পুলিশ ও ফায়ার ব্রিগেডের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করছে। উল্লেখ্য যে, এই ধরনের ময়লা আবর্জনার গুদাম বৃহৎ পরিসরে অবৈধভাবে চলে যেখানে একই রকম আগুন জ্বালিয়ে এলাকায় দূষণ ছড়ানো হয়।
- Asansol : दो दुकानें जलकर राख
- डीएवी मॉडल स्कूल आसनसोल का वार्षिक उत्सव
- আসানসোলে আবর্জনা পরিষ্কার করাকে কেন্দ্র করে উত্তেজনা, পুলিশের সামনেই তৃণমূল কাউন্সিলারের সঙ্গে কংগ্রেস নেতার বচসা, ধাক্কাধাক্কি
- Asansol : आंदोलन के दौरान टीएमसी और कांग्रेस नेता में टकराव
- Maithon Picnic Spot Welcome Gate समेत विभिन्न योजनाओं का उद्घाटन