বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : রাজ্যে ৫৪ জন আইপিএস বদলি: পদোন্নতি এবং রদবদল। রাজ্য পুলিশের সিনিয়র আইপিএস অফিসারদের পদোন্নতি হয়েছে। এর সাথে তাদের বদলির নির্দেশও জারি করা হয়েছে। পাঁচজন আইজিপি বা এডিজি পর্যায়ের আধিকারিকের ডিপার্টমেন্ট রদবদল করা হয়েছে। এতে ত্রিপুরারি অথর্বকে আইজিপি (পার্সোনেল) থেকে আইজিপি ওয়েস্টার্ন জোনে, অশোক কুমার প্রসাদকে আইজিপি এপি ব্যারাকপুর থেকে এডিজি কারেকশনাল সার্ভিস, লক্ষ্মীনারায়ণ মীনাকে কলকাতা পুলিশের এডিশনাল সিপি থেকে এডিজি এসসিআরবিতে পাঠানো হয়েছে। এরা ছাড়াও ডাঃ অনির্বাণ রায় ও হরি কিশোর কুসুমকরকে বদলি করা হয়েছে।
৭ ডিআইজি হয়েছেন আইজি
সুকেশ কুমার জৈন, শীষরাম ঝাঁঝারিয়া, নীলু শেরপা চক্রবর্তী, শুভঙ্কর সিনহা সরকার সহ সাতজন ডিআইজি থেকে আইজি পদে পদোন্নতি পেয়েছেন। *এসপি লেভেলের ১২ জন আইপিএস ডিআইজি হয়েছেন* এসপি লেভেলের ১২ জন আইপিএস ডিআইজি হয়েছেন। এর মধ্যে রয়েছে অবধেশ পাঠক, সুনীল কুমার যাদব, অঞ্জলি সিং, রূপেশ কুমার, সুরেশ কুমার চাদিভ প্রমুখ।
২৭ আইপিএসের রদবদল
একই সঙ্গে রাজ্য পুলিশের ২৭ জন আইপিএস এর রদবদল করা হয়েছে। ওয়েস্টার্ন জোনের এডিজি সঞ্জয় সিং কে এডিজি এসটিএফ, এডিজিএসটিএফ জ্ঞানবন্ত সিং কে এডিজি এপি , বিশাল গর্গ কে আইজিপি পিআরবি থেকে সিআইডি আইজি , মিতেশ জৈন কে আইজিপি সিভিল ডিফেন্স থেকে আইজিপি কোস্টাল সিকিউরিটি, কুণাল আগরওয়ালকে ডিআইজি ট্রেনিং থেকে ডিআইজি এনভিএফ, মুকেশকে ডিআইজি এনভিএফ থেকে ডিআইজি বাঁকুড়া, মিরাজ খালিদকে ডিআইজি বাঁকুড়া থেকে ডিআইজি পুরুলিয়া,
রাহুল গোস্বামীকে এসপি জঙ্গিপুর, ধৃতিমান সরকারকে এসপি মেদিনীপুর, দীনেশ কুমারকে ডিসি সেন্ট্রাল কলকাতা পুলিশ, রাকেশ সিংকে সিও ১০ ম ব্যাটালিয়ন, অভিষেক গুপ্তকে ডিসি ইস্ট এডিপিসি থেকে ডিসি আরএফ ( কেপি), কুমার গৌতমকে এসএস আইবি-তে থেকে এডিপিসি ডিসি ইস্টের পদে বদলি করা হয়েছে।
Mr. Chandan | Senior News Editor Profile
Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.