বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের চারচাকা গাড়ি ভাঙ্গার দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লো
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : এবার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লো তৃণমূলের বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের রানীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ইরশাদ আলমের চারচাকা গাড়ি ভাঙ্গার দৃশ্য । রাতের অন্ধকারে পাঁচ মোটর বাইক চালক গভীর রাত্রে প্রায় তিনটে নাগাদ অতর্কিতেই তার বাড়ির বাইরে রাখা বিলাসবহুল গাড়ি ভেঙ্গে চুরমার করে দিয়ে চলে যায়। মঙ্গলবার তিনি বিষয়টি লক্ষ্য করে নিজের বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মোটর বাইক চালকেরা এ ধরনের ঘটনা ঘটিয়েছে সে বিষয়টি জানতে পেরে এদিন বিকেলেই রাণীগঞ্জ থানায় বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের শীর্ষ নেতৃত্বদের সঙ্গে নিয়ে তিনি এই ঘটনার প্রেক্ষিতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।




পুলিশ এই অভিযোগের প্রেক্ষিতে সিসিটিভির ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করে তাদের খোঁজে তল্লাশি শুরু করেছেন। সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের শীর্ষ নেতৃত্বের দাবি এই প্রথম নয় এর আগেও এ ধরনের হামলার ঘটনা ঘটেছে এই ব্যক্তির সঙ্গে তারপরই তিনি তার বাড়ির বাইরে সিসিটিভি লাগানোর পরও আবারো এ ধরনের হামলা হওয়ায় সম্ভবত কারা কি কারনে এ ধরনের হামলা চালাচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
- পিএইচইর পাইপলাইন ভেঙে পড়ার ঘটনা, জেলাশাসককে একাধিক দাবিতে স্মারকলিপি সিপিএমের
- Asansol : पुल गिरा चढ़ा राजनीतिक पारा, भाजपा – सीपीएम का हमला, उपमेयर का बचाव
- আসানসোল আদালতে আইনজীবীদের বিক্ষোভ
- Asansol : जन्मदिन पार्टी से लौटने में हुआ हादसा युवक की मौत, अस्पताल में तोड़फोड़
- Rupnarayanpur Kidnapping : 6 दिन से छात्रा का सुराग नहीं, मांगी फिरौती, पिता जहाँगीर की सीएम से गुहार