রানীগঞ্জের পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হয়ে পড়ল এক ছাত্রী
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হয়ে পড়ল এক ছাত্রী। তড়িঘড়ি সেই ছাত্রীকে শিক্ষা কেন্দ্রে চিকিৎসকেরা পরীক্ষার পর রানীগঞ্জের আলু গড়িয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এসে চিকিৎসা করার পর স্বাস্থ্য কেন্দ্রেই তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করলেন উচ্চ মাধ্যমিক বোর্ড কর্তৃপক্ষ। এদিন পুলিশ পাহারায় ও শিক্ষকের নজরদারির মধ্যে দিয়ে ওই ছাত্রী দিল বাংলা প্রথম পত্রের পরীক্ষা।




দিনের এই ঘটনা প্রসঙ্গে জানা যায় রানীগঞ্জের ওল্ড এগারা হাই স্কুলের, কলা বিভাগের ছাত্রী অনু বাউরী আজ রামগোপাল সরাফ বিদ্যাপীঠের পরীক্ষা দিতে যাই, আর পরীক্ষা দেওয়ার সময়ই হঠাৎই তার পেটে ব্যথা শুরু হয়। বিষয়টি নিয়ে তড়িঘড়ি পরীক্ষা কেন্দ্রেই চিকিৎসকেরা পৌঁছে ওই ছাত্রীকে রানীগঞ্জ আলু গড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন। সেখানেই চিকিৎসার সাথেই পুলিশি পাহারায় বিশেষ পর্যবেক্ষকের উপস্থিতিতে ওই ছাত্রী পরীক্ষা দেয়। জানা গেছে ওই ছাত্রী স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে অনেকটাই সুস্থ হওয়ার পর ঠিকঠাক ভাবেই পরীক্ষা দিয়েছে।
- আসানসোলে পাপ্পু ও বিবেকের বালিঘাটে পুলিশের হানা
- Breaking : पाइपलाइन पुल गिरा दामोदर में, पानी के लिए मचेगा हाहाकार
- Asansol में अवैध बालू कारोबार पुलिस का बड़ा एक्शन
- “अल्फ्रेड पार्क की अंतिम पुकार – आज़ाद अमर रहें “
- সেল আইএসপিতে আধুনিকীকরণে স্থানীয়দের কর্মসংস্থানের দাবি, শ্রম কমিশনারকে স্মারকলিপি আদিবাসী সংগঠনের