ইসিএলের জেনারেল ম্যানেজারের অফিস চত্বরে অবৈধভাবে কেটে ফেলা হলো শিশু-শিরীষ গাছ !
বেঙ্গল মিরর,কাজল মিত্র :- বনদপ্তরের কোনও অনুমতি ছাড়াই লালগঞ্জ সালানপুর এর ইসিএল এরিয়ার জেনারেল ম্যানেজারের অফিস বাউন্ড্রির চত্বর থেকে কাটা হলো অত্যন্ত মূল্যবান কয়েকটি গাছ। এমনই অভিযোগ পেয়ে ছুটে আসে বন দফতর এর আধিকারিকেরা । খবর দেওয়া হয় আসানসোলের রেঞ্জ অফিসার ডিএফও বুদ্ধদেব মণ্ডল কে তিনি বনকর্মীদের পুরো বিষয়টি দেখার জন্য নির্দেশ দেন। বৃহস্পতিবার ঘটনাস্থলে যেতেই চমকে যান বনকর্মীরা। তাঁরা দেকেন, ইসিএল অফিস চত্বরে থাকা তিনটি শিশু গাছ এবং একটি শিরীষ গাছ কেটে ফেলা হয়েছে। প্রতিটি গাছই ছিল পুরোনো। ডিএফও বলেন, ‘আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানায় অভিযোগ আকারে পাঠিয়েছি। পাশাপাশি ইসিএলের চেয়ারম্যানের কাছেও ঘটনাটি জানানো হয়েছে। আমাদের দপ্তর থেকেও বন আইনের
নিয়ম অনুযায়ী আরও একটি মামলা করা হবে।”













ঘটনা প্রসঙ্গে জিএম ওয়াইপিকে সিংকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আমার জানা ছিল না। আমি বিষয়টি জানতে পেরে আমাদের পার্সোনেল দপ্তরের আধিকারিকদের তদন্ত করে রিপোর্ট দিতে বলেছি।’ এরিয়া পার্সোনেল ম্যানেজার শ্যামল চক্রবর্তী বলেন, ‘গাছগুলো কারা কী উদ্দেশে কেটেছে তার তদন্তের জন্য জেনারেল ম্যানেজার নির্দেশ দিলেই আমরা তদন্ত করব। ওঁর সঙ্গে বিষয়টি নিয়ে আমার কথাও হয়েছে। জেনারেল ম্যেনেজারকে আমি পরামর্শ দিয়েছি অন্তত ৪ জনের একটা কমিটি করা হোক। আগামীদিনে এমন যাতে না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখব।
- TMC द्वारा छठ के मौके पर साड़ी वितरण, दो मंत्रियों की उपस्थिति
- আদিবাসী মহিলাকে ধর্ষণের অভিযোগ, পাকড়াও যুবক, অভিযুক্তকে গণধোলাই
- WBP IPS अधिकारियों के तबादले संदीप कर्रा को SP, कूच बिहार, ADPC में लौटे एस एस कुलदीप
- Bengal Mirror Shyama Samman 2025 : सर्वश्रेष्ठ कालीपूजा आयोजकों को पुरस्कार
- Asansol : 350 करोड़ का फर्जीवाड़ा Suvendu ने की ED, जांच गिरफ्तारी की मांग




