চোরের হাতে গুরুতরভাবে আক্রান্ত হল ইসিএল কর্মী
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : এবার নিজের বাড়ির চুরির ঘটনা এড়াতে গিয়ে চোরের হাতে গুরুতরভাবে আক্রান্ত হল ইসিএল এর এক খনি কর্মী। শুক্রবার রাত্রে ঘটনাটি ঘটে রানীগঞ্জ থানার মহাবীর কোলিয়ারির ৩৭ নম্বর ওয়ার্ডের বিষ্ণুদেব মাহাতো নামে খনি কর্মীর বাড়িতে। ঘটনা প্রসঙ্গে জানা যায় এদের রাত্রি সাড়ে সাতটা নাগাদ ওই খনি কর্মী বাথরুম করতে গিয়ে লক্ষ্য করেন তার খনি আবাসনের ছাদের উপর কে বা কারা চেপে রয়েছে বিষয়টি লক্ষ্য করে তিনি তার খোঁজ- তল্লাশি করতে গেলে বাড়ির ছাদের মধ্যে থাকা ওই ব্যক্তি প্রথমে ছুটে পালাতে যায় পরে ওই ব্যক্তি অতর্কিতে তাকে ইটের আঘাতে আহত করে ছাদের উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।
বিষয়টি লক্ষ্য করে স্থানীয় এলাকার বাসিন্দারা ওই ব্যক্তির পেছনে ধাওয়া করে তাকে স্থানীয় এলাকার এক জঙ্গল থেকে ধরে ফেলে। পরে রানীগঞ্জ থানায় এ বিষয়ে খবর দেওয়া হলে রানীগঞ্জ থানার পুলিশ ওই ব্যক্তিকে আটক করে। জানা গেছে দ্বিতীয় ব্যক্তি বছর ৩৮ এর বিহারের সমস্থিপুরের বাসিন্দা জিতেন্দ্র দাস ওই খনি কর্মী বিষ্ণু দেব মাহাতোর উপরেই এই অতর্কিতে হামলা চালায়। এদিন ধৃত ওই ব্যক্তির বিরুদ্ধে চুরির অপরাধ সংগঠিত করা ও নৃশংসভাবে মারধর করার অভিযোগে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার পুলিশ ধৃতকে আসানসোল জেলা আদালতে পাঠায়।
- সোনার আংটির সূত্র ধরে চুরির কিনারা
- শাস্তির মুখে আসানসোল দূর্গাপুরের আরো এক পুলিশ অফিসার, কম্পালসারি ওয়েটিংয়ে কাঁকসা থানার ইন্সপেক্টর ইনচার্জ
- কুলটি সেল গ্রোথ ওয়ার্কসে দুই যুবককে পিটিয়ে মারার ঘটনা, গ্রেফতার সিআইএসএফের দুই কনস্টেবল
- पांडवेश्वर में धड़ल्ले से कोयला चोरी जिम्मेदार कौन ?
- অন্ডাল থানার নতুন ওসি রানিগঞ্জে ডাকাত দলের সঙ্গে লড়াই করা এসআই