KULTI-BARAKAR

রামনবমী এবং রমজান উপলক্ষে পুলিশ প্রশাসন এর তরফে শান্তি কমিটির বৈঠক

বেঙ্গল মিরর, কাজল মিত্র :– রামনবমী এবং রমজান উপলক্ষে পুলিশ প্রশাসন বিশেষ সতর্ক রয়েছে।উৎসব যাতে শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।এই ধারাবাহিকতায় মঙ্গলবার কুলটি ক্লাবে কুলটি পুলিশের পক্ষ থেকে শান্তি কমিটির বৈঠকের আয়োজন করা হয়।যেখানে সমস্ত রাজনৈতিক দল, আখড়া কমিটি এবং কুলটি বিধান সভা থেকে সমস্ত সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত হন।

এই সভায় উপস্থিত ছিলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি পুলিশ কমিশনার অভিষেক মোদী। সকলের উদ্দেশে তিনি বলেন, রমজান ও রাম নবমী উৎসব একসঙ্গে।তাও শান্তিপূর্ণভাবে উদযাপন করতে হবে এই দুই উৎসব। যাতে কোনোভাবেই এলাকার আইনশৃঙ্খলা বিঘ্নিত না হয়। তিনি বলেন, আখড়ার জন্য পুলিশ প্রশাসনের দেওয়া রুটম্যাপ অনুযায়ী আখড়া বার করতে হবে, এর পাশাপাশি অত্যন্ত স্পর্শকাতর সাথে এলাকায় পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। এ ছাড়া ডিজে সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে এবং আখড়া চলাকালীন কোনো ধরনের অস্ত্র ব্যবহার করা যাবে না।

ডিসি অভিষেক মোদী বিশেষ ভাবে বলেছেন যে বরাকর এলাকা ঝাড়খণ্ড এবং বাংলার সীমান্তে অবস্থিত, যার কারণে ঝাড়খণ্ডের লোকেরা এখানে রাম নবমীতে উপস্থিত হয়।এটি একটি ভাল বিষয়। তবে এই লোকদের মধ্যে কিছু দুষ্টু মানুষ হতে পারে, যারা আমাদের ক্ষতি করতে পারে। শহরের পরিবেশ নষ্ট হতে পারে।রাম নবমীতে শুধুমাত্র কুলটির লোকেরাই অংশগ্রহণ করতে পারবে।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কুলটি এসিপি,কুলটি থানার ইনচার্জ,ট্রাফিক পুলিশ অফিসারা,এমআইসি,কাউন্সিলার এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *