মহিলা স্বাস্থ্য কর্মীদের অভিযোগ স্বাস্থ্য পরিসেবা পৌঁছতে গিয়ে চরম হেনস্তার ও নির্যাতনের শিকার হতে হচ্ছে
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : দোরগোড়ায় স্বাস্থ্যপরিসেবা পৌঁছতে গিয়ে চরম হেনস্তার ও নির্যাতনের শিকার হতে হচ্ছে মহিলা স্বাস্থ্য কর্মীদের, বৃহস্পতিবার এমনই অভিযোগ সামনে এল সি এম ও এইচ এর পরিদর্শনের দিন। রানীগঞ্জের ৯৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত তেওয়ারি পাড়া আরবান প্রাইমারি হেল্থ সেন্টার কে, মডেল ইউ পি এস সি হেল্থ, সেন্টার হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হবে, যা নিয়ে বৃহস্পতিবার বিশেষ পরিদর্শনে আসেন পশ্চিম বর্ধমানের স্বাস্থ্য বিভাগের শীর্ষ আধিকারিকের দল। পশ্চিমবঙ্গের চারটি মডেল ইউ পি এস সি স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে এটি একটি মডেল স্বাস্থ্য কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে বলে জানা গেছে। আর সেই স্বাস্থ্য কেন্দ্রের মহিলা স্বাস্থ্যকর্মীরায় এখন রয়েছেন নিরাপত্তার অভাবে। স্বাস্থ্যকেন্দ্রে পরিষেবা দিতে গিয়ে প্রতিনিয়ত ভয়ে ভয়ে কাজ করতে হয় তাদের।
মহিলা স্বাস্থ্যকর্মীদের, দাবি স্বাস্থ্যকেন্দ্রে গেলে প্রতিনিয়তই এলাকার মাদকাসক্তদের উপদ্রবের মুখে পড়তে হয়, প্রায়শই নানা অজুহাতে মদ্যপ ব্যক্তিরা স্বাস্থ্য দপ্তরে এসে পৌঁছে এক প্রকার জোরপূর্বক তাদের কাছে পৌঁছে গিয়ে নানান সব অশালীন কর্মকাণ্ড করে বেড়ায়, এমনকি নানা কুপ্রস্তাব দেয় বলেই দাবি। বৃহস্পতিবার সেই স্বাস্থ্য কেন্দ্রের পরিদর্শনের সময় মহিলা স্বাস্থ্যকর্মীরা ভিত আতঙ্কিত হয়ে পশ্চিম বর্ধমানের চিফ মেডিকেল অফিসার ডাক্তার এমডি এস.কে ইউনিস কে এই সকল বিষয়ে জানালে তিনি বিষয়টি নিয়ে স্বাস্থ্য বিভাগের কর্মাধ্যক্ষ, ও পুলিশ প্রশাসন কে ব্যবস্থা গ্রহণের জন্য জানাবেন বলেই জানান। এদিন তিনি স্বাস্থ্যকর্মীদের সাথে কথা বলে নিরাপত্তার অভাব প্রসঙ্গে খোঁজখবর নিয়ে,এই বিষয়টি জানতে পেরে চিন্তিত হয়ে পড়েন।
পরে তিনি অবিলম্বে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য নিরাপত্তারক্ষী ও বিশেষ নজরদারি ক্যামেরা লাগানো হবে বলেই আশ্বস্ত করেন। পাশাপাশি এই পরিদর্শনে আসা আসানসোল কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদকে বিষয়টি দেখার জন্য জানান। এ নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ দিব্যেন্দু ভগত। যদিও মহিলা স্বাস্থ্যকর্মীরা এরপরও অনেকটাই আতঙ্কে রয়েছেন। তারা দাবি করেন তাদের জন্য উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা প্রদান করা হোক।
- সোনার আংটির সূত্র ধরে চুরির কিনারা
- শাস্তির মুখে আসানসোল দূর্গাপুরের আরো এক পুলিশ অফিসার, কম্পালসারি ওয়েটিংয়ে কাঁকসা থানার ইন্সপেক্টর ইনচার্জ
- কুলটি সেল গ্রোথ ওয়ার্কসে দুই যুবককে পিটিয়ে মারার ঘটনা, গ্রেফতার সিআইএসএফের দুই কনস্টেবল
- पांडवेश्वर में धड़ल्ले से कोयला चोरी जिम्मेदार कौन ?
- অন্ডাল থানার নতুন ওসি রানিগঞ্জে ডাকাত দলের সঙ্গে লড়াই করা এসআই