আব্দুল লতিফ নিয়ে বিস্ফোরক দাবি, লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গেছে সিট, রাজু ঝাঁয়ের খুন প্রসঙ্গে, মন্তব্য সাংসদ অর্জুন সিংয়ের
বেঙ্গল মিরর, দূর্গাপুর, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়ঃ ব্যারাকপুরের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের নেতা অর্জুন সিং শুক্রবার দুপুরে দূর্গাপুরের বিধাননগরে খুন হওয়া রাজু ঝাঁয়ের বাড়িতে আসেন। অর্জুন সিংয়ের সঙ্গে দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক রয়েছে রাজুর। তাই তিনি ঐ ঘটনার পরে তার পরিবারকে সমবেদনা জানাতে আসেন বলে সাংসদ নিজেই জানিয়েছেন। সাংসদ অর্জুন সিং প্রয়াত রাজু ঝাঁয়ের স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলে তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। সাংসদ অর্জুন সিং পরিবারের সদস্যদের আইনের প্রতি আস্থা রাখার আশ্বাস দিয়েছেন। শিগগিরই রাজু ঝাঁয়ের খুনীদের গ্রেফতার করা হবে বলে পরিবারকে আশ্বস্ত করেন। মিনিট কুড়ি রাজুর পরিবারের সাথে সময় কাটানোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাজ্য পুলিশের তদন্তকারী দল বা সিটের প্রতি তার আস্থা আছে। এই খুনে জড়িত দূষ্কৃতিদের ধরতে লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গেছে পুলিশ।
৬ দিন অতিক্রান্ত হওয়ার পরেও এখনো অধরা এই খুনের ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতিরা। ফলে এমন সময়ে অর্জুন সিংয়ের এদিনের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তিনি আরো বলেন, আব্দুল লতিফ এই কাণ্ডের অন্যতম লিংক। তাকে ধরতে পারলেই অনেকটা পরিষ্কার হবে। তবে রাজু ঝাঁই যে দূষ্কৃতিকারীদের মূল টার্গেট ছিল সে বিষয়ে তিনি নিশ্চিত। এর পাশাপাশি আবদুল লতিফকেও আত্মগোপন করা হতে পারে বলে আশঙ্কা করেন তিনি। শুধু তাই নয়, সাংসদ অর্জুন সিং এদিন বিস্ফোরক বিবৃতি দিয়ে বলেন, এই ঘটনায় বড় মাস্টার মাইন্ড জড়িত থাকতে পারে। ছোট কেউ নেই। তাই সময় লাগছে।
দুর্গাপুরের কয়লা মাফিয়া ও হোটেল ব্যবসায়ী ঝাঁয়ের খুনের ঘটনাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে শাসক দল ও বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে অভিযোগ-পাল্টা অভিযোগ চলছে। এই সবের মধ্যেই শুক্রবার দুর্গাপুরে রাজু ঝাঁয়ের বাড়িতে আসেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ও তৃণমূল কংগ্রেস নেতা অর্জুন সিং।
এদিকে, রাজ্যের শাসক দলের সাংসদ অর্জুন সিংয়ের রাজু ঝাঁয়ের বাড়িতে যাওয়া নিয়ে রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়েছে। আবারও বিরোধী রাজনৈতিক দলগুলি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে।
প্রসঙ্গত, গত ১ এপ্রিল রাতে পূর্ব বর্ধমানের শক্তিগড়ে একটি ল্যাংচার দোকানের কাছে রাজু ঝাঁকে গুলি করে খুন করা হয়। সেই ঘটনার পরই সাংসদ অর্জুন সিংয়ের প্রতিক্রিয়া সামনে এসেছিলো। সাংসদ অর্জুন সিং রাজু ঝাঁকে তার ছোট ভাই হিসাবে বলেছিলেন। তিনি এও জানিয়েছিলেন, রাজু ঝাঁয়ের সাথে তার পুরানো এবং পারিবারিক যোগাযোগ রয়েছে।
উল্লেখ্য ২০২১ এর রাজ্য বিধান সভা নির্বাচনের আগে এই অর্জুন সিংয়ের হাত ধরেই বিজেপিতে যোগ দিয়েছিলেন কয়লা মাফিয়া বলে পরিচিত রাজু ঝাঁ। পরে অবশ্য অর্জুন সিং আবার তার পুরনো দল তৃণমূল কংগ্রেসে ফিরে যান।
- আসানসোলে তৃনমুলের ধিক্কার মিছিল, স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগের দাবি
- নর্থ পয়েন্ট স্কুলের ২৫তম বার্ষিক অনুষ্ঠান
- नॉर्थ प्वाइंट स्कूल आसनसोल के 25 साल पूरे, रंगारंग आयोजन
- Asansol Court : বিশেষ চাহিদা সম্পন্ন যুবতীকে ধর্ষণে দোষী সাব্যস্ত যুবক, চার বছর পরে সাজা ঘোষণা
- वार्ड संख्या 49 के नागरिकों ने मेयर को सम्मानित किया, धन्यवाद दिया