ASANSOL

আসানসোলে উদযাপিত হয়ে গেল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের ৮৩ তম প্রতিষ্ঠা দিবস,‌ওয়ার্ল্ড হেলথ ডে ও কনফারেন্স

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোলে সেনরালে রোডের কার্যালয়ের অডিটোরিয়ামে উদযাপিত হয়ে গেল ওয়ার্ল্ড হেলথ ডে,
ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের ৮৩ তম প্রতিষ্ঠা দিবস ও ২০২৩ এর কনফারেন্স। ৮ এবং ৯ ই এপ্রিল এই দুদিন ব্যাপী ওই কনফারেন্সের আয়োজন করা হয়। ওই কনফারেন্স উপস্থিত ছিলেন আইএমএ আসানসোল শাখার প্রধান পৃষ্ঠপোষক ড. পি.সি.মাজি
,সাংগঠনিক সভাপতি ডাঃ মানস ব্যানার্জী, সংগঠন সম্পাদক ডাঃ রুহুল আমিন, কোষাধ্যক্ষ ডাঃ সত্রজিৎ রায়ের পাশাপাশি কলকাতা ও বাইরের রাজ্যের থেকে আগত প্রখ্যাত চিকিৎসকরা।



ওই অনুষ্ঠানে ৮ ই এপ্রিল অর্থাৎ শনিবার বিশিষ্ট বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হেল্থ ওয়ার্ল্ড হাসপাতালের কর্ণধার ডাঃ অরুণাংশু গাঙ্গুলি, আর এন টেগোর হাসপাতালের ডাঃ ললিত কাপুর, ডাঃ রাজর্ষি মুখার্জি, ড: প্রবীণ যাদব, ডাঃ দেবার্ঘ্য দুয়া,ড: প্রবীণ যাদব, ড: রত্না প্রভা মাজী, ড: তরুণ জিন্দাল, ড: কৌস্তভ বসু, ড: অর্ণব দে, ড: অজয় কুমার সেন, ড: সৈকত বসু, ড: সৌরভ চক্রবর্তী, ড: কৃষ্ণ কান্ত রায়, ড: নীলাঞ্জনা চ্যাটার্জি ,ড:তরুণ জিন্দাল প্রমুখ।
এছাড়া দুদিনের এই অনুষ্ঠানের দ্বিতীয় দিনে দুটি বিশেষ বিষয়ে বক্তব্য রাখেন ড: সত্রজিৎ রায়, ডাঃ নির্ঝর মাঝি।



অনুষ্ঠানে ক্রিটিক্যাল কেয়ারের ওপর একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এছাড়া ডায়াবেটিস মেলিটাস এর জটিলতা সম্পর্কেও আলোচনা করা হয়
চিকিৎসা ক্ষেত্রে রোবটিক্স এবং গাইনোকোলজি থেকে শুরু করে সিওপিডি, বি এল এস এবং এ এল এস, হেনোক স্কিনলইন পুরপুরায়, ইউরো অনকোলজিতে রোবোটিক সার্জারির গুরুত্ব, সিওপিডি ম্যানেজমেন্ট, ন্যাশ, ট্যভী, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ডিফনেস অ্যান্ড হিয়ারিং এইডস প্রভৃতি বিষয়ের ওপর আলোচনা করা হয়। অনুষ্ঠানের প্রথম দিন উপস্থিত ছিলেন আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এবং ২১ নং ওয়ার্ড কাউন্সিলর শ্রাবণী মন্ডল।

৮ ই এপ্রিল অনুষ্ঠানের শুরুতেই গান পরিবেশন করেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ অশোক রায়, ডাঃ উত্তম রায়।
কনফারেন্সের প্রথম দিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশিষ্ট রবীন্দ্রসংগীত গায়িকা সুস্মিতা পাত্র তার অসাধারণ গানের মাধ্যমে মন কেড়ে নেন উপস্থিত সমস্ত চিকিৎসক এবং অতিথিদের। এছাড়া এজি চার্চ ও লরেটো স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনা ছিল মনোমুগ্ধকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *