বাইকের ধাক্কায় মৃত প্রাক্তন রেল কর্মী
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- রাস্তা পারাপার করতে গিয়ে বাইককের ধাক্কায় মৃত্যু হল এক ব্যাক্তির ঘটনায় গুরুতর জখম বাইক আরোহী।ঘটনাটি রবিবার রাতে আসানসোল চিত্তরঞ্জন প্রধান রাস্তার আল্লাডি মোড়ের কাছে
ঘটে । পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃত ব্যাক্তির নাম অরুন মিত্র (৬৫)।বাড়ী সালানপুর থানার কুসুমকানালি মোড় এলাকায়। পরিবারে রয়েছে স্ত্রী সহ তিন ছেলে ও পুত্র বধূ। স্থানীয় সুত্রে জানা গিয়েছে,রবিবার রাতে ধানবাদ থেকে তার চার চাকা করে বাড়ি ফিরছিল বাড়ি আসার পথে আল্লাডি মোড়ের কাছে গাড়ি দাড় করিয়ে একটি মিষ্টির দোকানে যাচ্ছিলেন ঠিক সেই সময় ডাবর মোড় দিকথকে আসা একটি মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে
ঐ ব্যাক্তিকে সজোরে ধাক্কা মারে যার ফলে ব্যাক্তি রাস্তার পাশে ছিটকে পড়ে এবং গুরুতর আহত হয় ।
ঘটনাস্থলে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায়
ব্যাক্তিটিকে পিঠাকেয়ারি হাসপাতাল নিয়ে যায় কিন্তু গুরুতর অবস্থায় তাকে আসানসোল পিঠাকেয়ারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে ।পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবারে।
- HLG अस्पताल में रोटरी के सहयोग से 42 लोगों को दिया गया श्रवण यंत्र
- Durgapur कार में लाखों का गांजा, 4 गिरफ्तार
- দূর্গাপুরে চারচাকা গাড়ি থেকে উদ্ধার ৭৫ কেজি গাঁজা, গ্রেফতার মুর্শিদাবাদের তিন যুবক সহ চারজন
- SAIL ISP का वेंडर मीट, 35000 करोड़ के निवेश से मिलेंगे अपार अवसर
- রোটারি ক্লাব অফ আসানসোলের সহযোগিতা ও এইচএলজি হাসপাতালের উদ্যোগ, দুঃস্থ পরিবারের ৪২ জনকে দেওয়া হলো শ্রবণ যন্ত্র