BARABANI-SALANPUR-CHITTARANJAN

১৯ তম বর্ষ সুভাষ গ্রামীণ বই মেলার উদ্বোধন

বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য। আসানসোল। রূপনারায়নপুরের পশ্চিম রাঙ্গামাটিয়া ইয়ুথ ক্লাবের পরিচালনায় ১৯তম বর্ষ সুভাষ গ্রামীণ বই মেলার উদ্বোধন করলেন বারাবনি বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় ও পরিবেশবিদ তথা লেখিকা জয়া মিত্রা। শনিবার সন্ধ্যায় ফিতে কেঁটে,প্রদীপ জ্বালিয়ে ও ক্লাবের পতাকা উত্তোলন করে বইমেলার উদ্বোধন করেন তারা।তাছাড়া মেলা চত্বরের প্রতিটি বইয়ের দোকান ঘুরে দেখেন তারা।

এদিন বিধান উপাধ্যায় বলেন গ্রামাঞ্চলে এত সুন্দর ভাবে বই মেলা পরিচালনা করার জন্য উদ্যোক্তাদের বিশেষ ধন্যবাদ।আমার অনুরোধ সবাই বই মেলায় আসুন এবং ভালো ভালো বই কিনুন।বিশেষ করে যুবক যুবতীরা কারণ এখন যুব সমাজ মোবাইল ফোনে এত ব্যাস্ত হয়ে পড়েছে যে বই পড়ার সময় নেই তাদের কাছে।তাই আমার অনুরোধ বই পড়ুন। জয়া মিত্র বলেন এইরকম একটি গ্রামীণ বইমেলা আজকের দিনে সাহিত্য সংস্কৃতি ও মানুষের ঐক্যে অপূর্ব বন্ধনের কাজ করে। বই কেনাও বই উপহার দেয়ার উপরে তিনি জোর দেন। মেলা চল্লিশটি স্টল আছে। আগামী ১৬ই এপ্রিল অব্দি মেলা চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *