PANDESWAR-ANDAL

পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী পশ্চিম বর্ধমান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নিযুক্ত হলেন

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত: পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে পশ্চিম বর্ধমান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নিযুক্ত করা হয়েছে। এই বছর রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের পরিপ্রেক্ষিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর কাছে জেলার রাশ হস্তান্তর করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন যে জেলার সমস্ত পঞ্চায়েত আসনে জয়ী হয়ে দিদিকে উপহার দেওয়াই তাঁর একমাত্র লক্ষ্য। দলকে সংগঠিত করে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবে।

উল্লেখযোগ্যভাবে, আসানসোল লোকসভা উপনির্বাচনে, তৃণমূল পাণ্ডবেশ্বর বিধানসভা থেকে এক লাখেরও বেশি ভোটের লিড পেয়েছে। যার জেরে বিশেষ আলোচনায় আসেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জনসভায় তাঁর কৃতিত্বের প্রশংসা করেছিলেন। বস্তুত পশ্চিম বর্ধমানে জেলার তৃণমূল জেলা সভাপতির পদটি দীর্ঘদিন ধরে শূন্য ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *