অবৈধ বালি ভর্তি ট্রাক্টর আটক করলো নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-আসানসোল পুলিশ কমিশনারেটের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ বুধবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তিনতল্লা মোড় থেকে একটি অবৈধ বালি ভর্তি ট্রাক্টর আটক করে নিয়ামতপুর ফাঁড়িতে নিয়ে আসে।













খবর সূত্রে জানা যায় দামোদর নদীর ভালাডিহা ঘাট থেকে এই অবৈধ বালি ভর্তি করে ট্রাক্টরটি কুলটির নিয়ামতপুরের দিকে আসছিল তখনই পুলিশ খবর পেয়ে ট্রাক্টর টিকে আটক করে নিয়ামতপুর ফাঁড়িতে নিয়ে আসে।যদিও চালক পালাতক বলে যানাযায়!ঘটনার তদন্তে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ।
- TMC द्वारा छठ के मौके पर साड़ी वितरण, दो मंत्रियों की उपस्थिति
- আদিবাসী মহিলাকে ধর্ষণের অভিযোগ, পাকড়াও যুবক, অভিযুক্তকে গণধোলাই
- WBP IPS अधिकारियों के तबादले संदीप कर्रा को SP, कूच बिहार, ADPC में लौटे एस एस कुलदीप
- Bengal Mirror Shyama Samman 2025 : सर्वश्रेष्ठ कालीपूजा आयोजकों को पुरस्कार
- Asansol : 350 करोड़ का फर्जीवाड़ा Suvendu ने की ED, जांच गिरफ्तारी की मांग





