প্রচণ্ড গরমের পরিপ্রেক্ষিতে আসানসোল আদালতে ২৫ শে এপ্রিল পর্যন্ত আইনজীবীদের কর্মবিরতি
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : প্রচণ্ড গরমের জন্য রাজ্য সরকারের স্কুলগুলিতে জরুরি ছুটি ঘোষণার পরে, এখন পশ্চিম বর্ধমান জেলা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আইনজীবীদের কর্মবিরতি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার আসানসোল ডিস্ট্রিক্ট কোর্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা জজকে চিঠি দিয়ে এই বিষয়ে জানিয়েছেন বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বাণী কুমার মণ্ডল।














তিনি বলেন, প্রচণ্ড গরমে সবাই কষ্ট পাচ্ছেন। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ১৯ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত কোনো আদালতে আইনজীবীরা উপস্থিত থাকবেন না। কমার্শিয়াল কোর্ট ও কনসুম্যার কোর্টেও এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে।
- সালানপুর ও বারাবনি বিডিও অফিসে বিএলওদের বিক্ষোভ, অবস্থান
- আসানসোলে পার্বতী টিচার ট্রেনিং ইন্সটিটিউটের উদ্যোগ, শিক্ষা বিষয়ক একদিনের ন্যাশানাল সেমিনার
- SIR 2025 : Draft List में अपना नाम कैसे चेक करें ? नाम न होने पर क्या करें
- চিত্তরঞ্জনের নিরাপত্তা আরো জোরদার করতে প্রায় ৪০০ র বেশি সিসিটিভি, অবসরপ্রাপ্ত ৫০ জন সেনাকর্মী নিয়োগ এবং ড্রোনের প্রস্তাব
- ECL के 45,453 कर्मचारियों को मिला ₹307 करोड़ का बकाया वेतन

