প্রচণ্ড গরমের পরিপ্রেক্ষিতে আসানসোল আদালতে ২৫ শে এপ্রিল পর্যন্ত আইনজীবীদের কর্মবিরতি
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : প্রচণ্ড গরমের জন্য রাজ্য সরকারের স্কুলগুলিতে জরুরি ছুটি ঘোষণার পরে, এখন পশ্চিম বর্ধমান জেলা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আইনজীবীদের কর্মবিরতি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার আসানসোল ডিস্ট্রিক্ট কোর্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা জজকে চিঠি দিয়ে এই বিষয়ে জানিয়েছেন বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বাণী কুমার মণ্ডল।














তিনি বলেন, প্রচণ্ড গরমে সবাই কষ্ট পাচ্ছেন। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ১৯ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত কোনো আদালতে আইনজীবীরা উপস্থিত থাকবেন না। কমার্শিয়াল কোর্ট ও কনসুম্যার কোর্টেও এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে।
- DRM Asansol विवाद पर विराम ? विनीता श्रीवास्तव को मिली यह जिम्मेदारी
- पश्चिम बंग प्रादेशिक मारवाड़ी सम्मेलन शिल्पांचल शाखा द्वारा जरूरतमंदों में कंबल वितरण
- আসানসোলে গঙ্গাসাগরে যাওয়া ভক্তদের জন্য খোলা হলো শিবির
- আসানসোলে ” আমাদের পাড়া, আমাদের সমাধান ও পথশ্রী ” প্রকল্পে কাজের উদ্বোধনে মন্ত্রী
- Asansol महावीर संचालन के लिए बनेगी 25 सदस्यीय कमेटी


