সিপিএম নেতা মদন ঘোষ প্রয়াত
বেঙ্গল মিরর, বর্ধমান, ২১ এপ্রিল : সিপিএম পার্টির প্রাক্তন রাজ্য সম্পাদকমণ্ডলী সদস্য, প্রাক্তন কেন্দ্রীয় কমিটির সদস্য ও বর্ধমান জেলার প্রাক্তন সম্পাদক, বর্ধমান জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি কমরেড মদন ঘোষ ৮১ বছর বয়সে আজ সকাল ৭টা ১০ নগদ প্রয়াত হয়েছেন। আজ সকাল ১১ টায় জেলা পার্টি কার্যালয়ে প্রয়াত কমরেড মদন ঘোষের মরদেহ নিয়ে আসা হয়।




রাজ্য কমিটির সম্পাদক কমরেড মোঃ সেলিম ও রাজ্য কমিটির সদস্যগণ কমরেড অমল হালদার, কমরেড অচিন্ত্য মল্লিক, কমরেড সৈয়দ হোসেন ও কমরেড পার্থ মুখার্জ্জী প্রয়াত নেতা কমরেড মদন ঘোষের মরদেহে পার্টির রক্তপতাকা দিয়ে শ্রদ্ধা জানান। বিকাল ৪টা পর্যন্ত প্রয়াত নেতার মরদেহ এখানে শায়িত থাকবে। এরপর প্রয়াত নেতার শেষ যাত্রার শোক মিছিল শুরু হয় এবং বর্ধমান মেডিকেল কলেজে গিয়ে তাঁর মরদেহ দান করা হয়।
- Rotary Club ऑफ आसनसोल ग्रेटर ने डॉक्टर्स डे पर किया पौधारोपण
- ওভারলোড গাড়ি চলছে দিনরাত, মৃত্যুফাঁন্দ হয়ে উঠেছে রাস্তা, বিক্ষোভ
- SAIL ISP में युवा कांग्रेस का “हल्ला बोल”, टीएमसी का तंज
- কাজ শেষ হওয়ার পরও খনির নিচে কর্মীদের আটকে রাখার অভিযোগ ম্যানেজারের বিরুদ্ধে
- अवकाश प्राप्त ईसीएल कर्मी सम्मानित, घर में भी भव्य स्वागत