রানীগঞ্জে পীর বাবার দরবারে হাজির হলেন আসানসোলের সাংসদ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : এবার ঈদ মিলন করার লক্ষ্যে রানীগঞ্জের মাজার শরীফের পীর বাবার দরবারে হাজির হলেন আসানসোলের সাংসদ তথা বলিউডের চিত্র অভিনেতা শত্রুঘ্ন সিনহা। সমর্থকদের কাছে ঈদের উপহার স্বরূপ লাচ্ছা ও ফুলের তোড়া উপহার নিলেন শত্রুঘ্ন সিনহা।রানীগঞ্জের দীর্ঘ প্রাচীন ঐতিহ্যময় পীর বাবার মাজারে মঙ্গলবার দুপুরে তিনি এসে পৌঁছলেন গোসে বাঙালার মাজারে। তিনি তার স্ত্রী পুনম সিনহা কে সঙ্গে নিয়ে, এবার দ্বিতীয় দফায় রানীগঞ্জের পীর বাবার মাজারে এসে পৌঁছন।




এদিন কয়েক মুহূর্তের মধ্যেই বলিউডের এই চিত্র অভিনেতা কে সামনে পেয়ে অসংখ্য ভক্ত ঘিরে ধরেন তাকে। অনেকেই তার সাথে সেলফি তুলে সেই মুহূর্তকে ক্যামেরাবন্দি করেন তারা। এদিনের এই কয়েক মুহূর্তেই এই বিশেষ পরিদর্শনের সময় এসে উপস্থিত হন রানীগঞ্জের ২ নম্বর বরো দপ্তরের চেয়ারম্যান মোজাম্মেল সাহাজাদা, ৩৫ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর আখতারী খাতুন, সহ বহু বিশিষ্টজন। এদিন পীর বাবার মাজারে তিনি চাদর চড়িয়ে ফের কাজী নজরুল বিমানবন্দরের উদ্দেশ্যে তিনি রওনা দেন। কয়েক মুহূর্তের এই সাক্ষাতে স্থানীয়রা তাদের মনের কথা বলতে না পারায় অনেকটাই আক্ষেপ করেন।
- मवेशी कारोबारी मारपीट में दो भाजपा कार्यकर्ता गिरफ्तार, सीपी ने कहा नहीं बर्दाश्त की जाएगी अशांति की साज़िश
- দুর্গাপুরে গরু বোঝাই গাড়ি আটকে মারধরের অভিযোগে গ্রেফতার বিজেপির দুই কর্মী
- জামুড়িয়ায় বেসরকারি কারখানার অবৈধ নির্মাণ ভাঙা , জরিমানা আদায় করা নিয়ে কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে আসানসোল পুরনিগম
- আসানসোল পুরনিগমে বাংলা সহায়তা কেন্দ্র ও ব্রেস্ট ফিডিং সেন্টারের উদ্বোধন
- দুর্গাপুরের বাজারে আচমকাই রাজ্যপাল, কথা বললেন সাধারণ মানুষের সঙ্গে, কিনলেন সবজি, খেলেন চা