রানীগঞ্জে গন্ধর্ব কলা সঙ্গমের শাখা কার্যালয়ে স্কুল ছাত্রছাত্রীদের সহায়তা প্রদান করা হলো
বেঙ্গল মিরর, রানীগঞ্জ, সৌরদীপ্ত সেনগুপ্ত: “গন্ধর্ব কলা সঙ্গম” সংস্কৃতি ও শিক্ষা ক্ষেত্রে কাজ করে এবং সারা বছর ধরে অনেক অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রচার ও প্রসার করে এবং আরও অনেক ধরনের সামাজিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে।
নতুন বছরের মাসের শুরুতে গত ২৭ শে এপ্রিল বৃহস্পতিবার বিকেলে সংস্থার রানীগঞ্জ শাখা কার্যালয়ে শতাধিক দরিদ্র স্কুল ছাত্রছাত্রীদের সহায়তা প্রদান করা হয়। সারা বছর নিরবচ্ছিন্ন পড়াশুনার জন্য তাদের প্রয়োজনীয়তার দিকে নজর রেখে পেন, খাতা ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হয় । ওই অনুষ্ঠানে রাণীগঞ্জ বরো চেয়ারম্যান মোহাম্মদ মুজাম্মিল শাহজাদা , রাণীগঞ্জ ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিক সহ আরও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।




সভাপতি প্রদীপ নন্দী, সহ সভাপতি অরুণ গোয়েঙ্কা, মধুসূধন ব্যানার্জী, সন্দীপ ভালোটিয়া, সচিব সুশীল গানেরিওয়ালা, কোষাধ্যক্ষ বিজয় জাজোদিয়া , যুগ্ম কোষাধ্যক্ষ হরি সোমানি, প্রধান উপদেষ্টা কানহাইয়া সিং, উপদেষ্টা প্রমোদ জৈন, বলরাম রায়, সুরভী সিনহা, রজনী খান্ডেলওয়াল, যুগ্ম সচিব সঞ্জয় ডালমিয়া, রাজেশ জিন্দাল, সন্দীপ কেডিয়া, প্রণতি ধর, মানসী রায়, শতাব্দী অধিকারী,মৌসুমী রাউথ এবং তাদের সঙ্গে সুরেশ জয়সওয়াল, হর্ষ ভালোটিয়া, সঞ্জয় কানোরিয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
- যুবতী খুনের ঘটনা: দুই ভাইয়ের পরে এবার গ্রেফতার দিদি
- শুভদর্শিনি হাসপাতালে কাজ বন্ধ করে বিক্ষোভ কর্মীদের, মারধরের প্রতিবাদ
- Asansol : नो पार्किंग में पार्किंग पड़ी भारी, 35 पर ठोका जुर्माना
- আসানসোলের পানীয়জল সমস্যা, মেয়রের উপস্থিতিতে পর্যালোচনা বৈঠক
- আসানসোল শহরকে যানজট মুক্ত করতে পুলিশের অভিযান, করা হলো জরিমানা