আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজিরা আব্দুল লতিফের, বাড়লো জামিনের মেয়াদ, পরবর্তী শুনানি ২০ মে
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়/ সৌরদীপ্ত সেনগুপ্ত:* গরু পাচার মামলায় আবদুল লতিফ সোমবার সকালে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজিরা দিলেন। শুনানি শেষে বিচারক রাজেশ চক্রবর্তী তার জামিনের মেয়াদ বাড়িয়েছেন। আগামী ২০ মে এই মামলার পরবর্তী শুনানি হবে বলে বিচারক এদিন নির্দেশ দেন। সেদিন তাকে আবার হাজিরা দিতে হবে। এর আগে গত শনিবার ৬ মে সকালে আব্দুল লতিফ আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজিরা দিয়েছিলেন। কিন্তু সেদিন এক বিচারকের মৃত্যু হওয়ায় আদালতের কাজ বন্ধ ছিলো। সেই কারণে সেদিন এই মামলার শুনানি হয়নি। সোমবার এই মামলায় শুনানি হবে বলে জানানো হয়েছিলো। সেই মতো আব্দুল লতিফ এদিন হাজিরা দেন। তবে গাড়ি থেকে নেমে আদালতে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের কোন প্রশ্নের উত্তর দেননি। শুনানি শেষে তার আইনজীবী শেখর কুন্ডু বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এদিন আমার মক্কেল হাজিরা দিয়েছে। আগে বলা হয়েছিলো তিনদিন অন্তর সিবিআইয়ের তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দিতে হবে। সেই শর্ত সামান্য শিথিল হয়েছে। এবার তা চারদিন করা হয়েছে। বাকি সব একই আছে। আমরা সুপ্রিম কোর্টে আবারও আবেদন করেছি।




প্রসঙ্গতঃ, সুপ্রিম কোর্ট থেকে রক্ষা কবচ পেয়ে গত ২৭ এপ্রিল আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির হয়েছিলেন আবদুল লতিফ। তার আইনজীবীর মাধ্যমে তিনি আদালতকে বলেছিলেন যে তিনি তদন্তকারীদের সহযোগিতা করবেন। গরু পাচার মামলায় বিচারক রাজেশ চক্রবর্তী তাকে ১৫ হাজার টাকার বন্ড সহ একাধিক শর্ত সাপেক্ষে জামিন দেন। পাশাপাশি আবদুল লতিফকে ৬ মে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেইমতে সেদিনও আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির হয়েছিলেন আবদুল লতিফ। কিন্তু আসানসোল আদালতের এক আইনজীবীর মৃত্যুর কারণে সেদিন এই মামলায় শুনানি হয়নি। সেই মামলার শুনানি দুদিন পরে এদিন হয়। জানা গেছে, এর মধ্যে আব্দুল লতিফকে জেরা করে যে নতুন তথ্য সিবিআই পেয়েছে, তা এদিন আদালতে জমা দেওয়া হয়েছে।
উল্লেখ্য , গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত আবদুল দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গত এপ্রিল মাসে তাকে সুপ্রিম কোর্ট রক্ষাকবচ দিয়েছিল এই শর্তে যে তিনি তদন্তকারীদের সহযোগিতা করবেন এবং আদালতের নির্দেশ অনুযায়ী সেখানে উপস্থিত হবেন।
অন্যদিকে, বিজেপি নেতা কয়লা কারবারি রাজু ঝাঁ খুন হওয়ায় সময় তাকে সিসিটিভি ফুটেজে দেখা যায়। অভিযোগ গত ১ এপ্রিল বর্ধমানে শক্তিগড়ে যে গাড়িতে বসে থাকার সময় রাজু দূষ্কৃতিদের গুলিতে ঝাঁঝরা হয়, ঐ গাড়িতে লতিফ ছিলো। পরে সে বেপাত্তা হয়ে যায়। যা নিয়ে চর্চা শুরু হয়।