ASANSOL-BURNPUR

বার্ণপুর ইস্কো হাসপাতাল এলাকায় আচমকাই আগুন, পুড়ে ছাই সাতটি মোটরসাইকেল

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ ( Burnpur News ) ৪২ ডিগ্রি তাপমাত্রায় ভরদুপুরে প্রচন্ড গরমের মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনা। আর তাতে পুড়ে ছাই হলো সাতটি মোটরসাইকেল। বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ এই ঘটনাটি ঘটে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের হিরাপুর থানার বার্ণপুরে বারি ময়দান সংলগ্ন বার্ণপুর ইস্কো হাসপাতাল গেট এলাকায়। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের লোকেরা। তবে এলাকার বাসিন্দা ও হাসপাতাল কর্মীদের চেষ্টায় দ্রুত আগুন নিভে যাওয়ায় বড়সড় দূর্ঘটনা ঘটেনি। এড়ানো যায় বড় ধরনের অগ্নিকান্ডও। পরে খবর পেয়ে হিরাপুর থানার পুলিশ এলাকায় আসে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।


জানা গেছে, এদিন দুপুরে তিনটে নাগাদ হিরাপুর থানার বার্ণপুরে বারি ময়দান সংলগ্ন বার্ণপুর ইস্কো হাসপাতাল গেটের কাছে রাস্তার পাশে সাতটি মোটরসাইকেল দাঁড় করানো ছিলো। আচমকাই একসঙ্গে দাউদাউ করে জ্বলতে থাকে সেই মোটরসাইকেলগুলি। সেই সময় ঐ রাস্তা দিয়ে যাতায়াত করা অন্য গাড়ি ও মানুষেরা দাঁড়িয়ে পড়েন। আশপাশে যেসব আবাসন আছে, সেখানকার বাসিন্দা বেরিয়ে আসেন। আগুনের খবর পেয়ে হাসপাতালের কর্মীরা বেরিয়ে আসেন। ততক্ষণে খবর পেয়ে চলে আসেন হাসপাতালের ভেতরে থাকা মোটরসাইকেলগুলির মালিকেরাও। দমকলকর্মীরা আসার আগেই হাসপাতালের কর্মীরা পাইপ দিয়ে হাসপাতাল থেকে জল এনে আগুন নেভানোর কাজ শুরু করেন। বেশ কিছুক্ষুনের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়। তবে আগুনে পুড়ে ছাই হয়ে যায় সাতটি মোটরসাইকেলই।


যে সাতটি মোটরসাইকেল পুড়ে যায়, তার মালিকেরা হাসপাতালে রোগীর পরিবারের সদস্য। তারা এই গেটের কাছে মোটরসাইকেল দাঁড় করিয়ে হাসপাতালের ভেতরে গেছিলেন। তাদের মধ্যে একজন বার্ণপুরের বাসিন্দা মনোজ কুমার হেলা বলেন, কিছুক্ষণ আগে এখানে মোটরসাইকেল দাঁড় করিয়ে হাসপাতালের ভেতরে যাই। পরে আগুন লাগার খবর পেয়ে এসে দেখি মোটরসাইকেল আগুনে জ্বলছে। বুঝতে পারছি না, কি করে আগুন লাগলো।
পুলিশের অনুমান, কোনভাবে একটি মোটরসাইকেলে আগুন লাগে। তারপর সেই আগুন পাশের বাকি ৬টি মোটরসাইকেলে ছড়িয়ে পড়ে। গরম ও তাপমাত্রার কারণে পেট্রোল থেকে এই আগুন লেগে থাকতে পারে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *