আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের কমিশনার বদলি
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার তথা এডিডিএ সিইও রাহুল মজুমদারকে কলকাতা উত্তরের ডিইও হিসাবে বদলি করা হয়েছে। রাজ্যের রাজ্যপালের যুগ্ম সচিব এই তথ্য জানিয়েছেন। এর তথ্য কর্পোরেশন কমিশনার রাহুল মজুমদারের কাছে পাঠানো হয়েছে এবং তাকে খুব শীঘ্রই কলকাতা উত্তরের ডিইও-তে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।




- आसनसोल में गुरुनानक नगर में बास्केटबॉल प्रीमियर लीग का शानदार आगाज
- गोबिंदनगर संगत गुरुद्वारा प्रबंधक कमेटी द्वारा श्री गुरु अंगद देव साहेब जी के प्रकाश पर्व पर भव्य आयोजन
- रेल इंजन और कोयला लदे डंपर की टक्कर
- আসানসোলের ডিআরএম অফিসে রেল কর্মী সংগঠনের ধর্ণা অবস্থান
- আসানসোলে সাড়ম্বরের সঙ্গে পালিত গুড ফ্রাইডে, একাধিক অনুষ্ঠানে যোগ মন্ত্রী মলয় ঘটক