আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের কমিশনার বদলি
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার তথা এডিডিএ সিইও রাহুল মজুমদারকে কলকাতা উত্তরের ডিইও হিসাবে বদলি করা হয়েছে। রাজ্যের রাজ্যপালের যুগ্ম সচিব এই তথ্য জানিয়েছেন। এর তথ্য কর্পোরেশন কমিশনার রাহুল মজুমদারের কাছে পাঠানো হয়েছে এবং তাকে খুব শীঘ্রই কলকাতা উত্তরের ডিইও-তে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।




- काजी नजरूल विश्वविद्यालय में बीटेक प्रथम वर्ष के विद्यार्थियों का इंडक्शन प्रोग्राम
- দুর্গাপুজাকে সামনে রেখে সমন্বয় সভা অনুষ্ঠিত হলো রূপনারায়ানপুরে
- আসানসোলে পুরীর শঙ্করাচার্য , রাজনীতি থেকে কখনো ধর্মকে আলাদা করা যায় না
- লিগ্যাল এইড অ্যান্ড অ্যাভভাইস সোসাইটি অফ ওয়েস্ট বেঙ্গল”র উদ্যোগ: কলকাতা হাইকোর্টে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের প্রতিকৃতি উন্মোচন
- महिला की रहस्यमयी मौत का पर्दाफाश, प्रेमी गिरफ्तार