আসানসোল মিড ওয়েস্ট হাসপাতালে আন্তর্জাতিক নার্স দিবসে অনুষ্ঠানের আয়োজন
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়: আসানসোলের শহরের জিটি রোডের ভগৎ সিং মোড়ে বেসরকারি হাসপাতাল মিডওয়েস্ট হাসপাতালের উদ্যোগে ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে শ্রদ্ধা জানিয়ে শুক্রবার আসানসোল মিড ওয়েস্ট হাসপাতালে পালিত হলো ” আন্তর্জাতিক নার্স দিবস “। এদিন সন্ধ্যায় আসানসোল মিডওয়েস্ট হাসপাতালে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় নার্সিং স্টাফদের তরফে।
এদিন শুরুতে প্রথমে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। জ্বালানো হয় প্রদীপ। কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। ছোট্ট একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও মোমবাতি জ্বালানো প্রতিযোগিতার আয়োজন করা হয়। ছিলেন মিড ওয়েস্ট হাসপাতালের এমডি দেবজ্যোতি উপাধ্যায় , বিশিষ্ট চিকিৎসক ড: রাজর্ষি মুখোপাধ্যায় , ড: এস ভগৎ, সিস্টার ইনচার্জ স্বপ্না চক্রবর্তী সহ অন্যান্যরা।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2023/05/img-20230513-wa00012099365315504959983-500x281.jpg)
হাসপাতালের এমডিদেবজ্যোতি উপাধ্যায় বলেন, এমন একটা দিন যথাযথ মর্যাদার সঙ্গে মিড ওয়েস্ট হাসপাতালে পালন করা হলো। সিস্টার বা নার্সেরা যাকে তাদের আদর্শ হিসাবে মানেন সেই ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে শ্রদ্ধা জানানো হয়েছে। তিনি আরো বলেন, আমরা সব সময় আসানসোলের মানুষদের একটা ভালো পরিসেবা দিতে অঙ্গীকারবদ্ধ।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2023/05/img-20230513-wa0003979629008095576593-500x226.jpg)
- गुलाम सरवर की आवाज को नहीं होने दूंगा खामोश : जीतू सिंह
- BGBS 2025 : Durgapur एयरपोर्ट में JSW ग्रुप करेगा निवेश
- আসানসোলে পুকুর ভরাটের অভিযোগ, বিরোধীতায় বিক্ষোভ মিছিল, ডিএলএন্ডএলআরওকে স্মারকলিপি গ্রাম উন্নয়ন সমিতির
- Asansol : अतिक्रमण हटाने में छूट रहे रेलवे के पसीने, फिर बैरंग लौटी टीम
- আসানসোলে ইসিএলের আবাসন থেকে বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার